যশোর প্রতিনিধি
ফুলতলার ব্যবসায়ী রাকিবুল হত্যা মামলার আসামি মেহেদী হাসান সবুজের অস্ত্র মামলায় একদিন রিমান্ড মঞ্জুর ও সাইফুল আলম মোল্যার রিমান্ড না মঞ্জুর করেছে আদালত। সোমবার রিমান্ড আবেদনের শুনানি শেষে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক ইমরান আহমেদ এ আদেশ দিয়েছেন। সবুজ ফুলতলার জামিরা গ্রামের মৃত শফিকুল শেখের ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, ফুলতলার ব্যবসায়ী রাকিবুল হত্যা মামলায় অভয়নগর থানা পুলিশ সবুজ ও সাইফুল আলমকে আটক করে। সবুজের দেয়া তথ্যের ভিত্তিতে পুলিশ অভয়নগরের দত্তগাতি গ্রামের আজিজ মোল্যার পতিত জমিতে তল্লাশি করে হত্যায় ব্যবহৃত অস্ত্রের একটি ম্যাগজিন ও গুলি উদ্ধার করে। এব্যাপারে হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক মিলন কুমার মন্ডল বাদী হয়ে আটক সবুজসহ ৬ জনকে আসামি করে অভয়নগর থানায় অস্ত্র আইনে মামলা করেন। অস্ত্র মামালার তদন্তকারী কর্মকর্তা এসআই আকরাম হোসেন আটক দুইজনের ৭ দিন করে রিমান্ড চেয়ে গত ২৪ মে আদালতে আবেদন করেন। গতকাল আসামিদের রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক সবুজের একদিনের রিমান্ড মঞ্জুর ও সাইফুল আলমের রিমান্ড না মঞ্জুরের আদেশ দিয়েছেন