যশোরে ভাই ও ভাইপোদের  হাতে এক ব্যক্তি জখম 

যশোর প্রতিনিধি
যশোর শহরের খড়কী সার্কিট হাউজ পাড়ায় ভাই ও ভাইপোদের হাতে জখম হয়েছেন কামরুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি। তিনি ওই এলাকার মৃত আব্দুল বাকির জোয়ারদারের ছেলে। এই ঘটনায় কামরুল ইসলামের শ্যালক বেজপাড়া মাহফুজ সড়কের বাসিন্দা মাসুম বিল্লাহ আজাদ কোতয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলো, কামরুল ইসলামের ভাই আমিনুর ইসলাম (৫০), রুহুল আমিন (৬০), মোমিনুর রহমান (৪৪) মনিরুল ইসলাম (৪২), আব্দুর রহমানের ছেলে ফরহাদ (৪৪), আমিনুর রহমানের ছেলে স্বাধীন (২২) এবং মোমিনের ছেলে মাহিন (২০)।
অভিযোগ পত্রে উল্লেখ করা হয়েছে, জমি নিয়ে ভাইদের সাথে কামরুল ইসলামের বিরোধ চলে আসছে। সেই কারণে কামরুল আদালতে একটি পিটিশিন দায়ের করেন। এরপর থেকে তার ভাইয়েরা কামরুলকে নানা ভাবে হুমকি দিয়ে আসছে। এই হুমকি দেয়ায় তিনি জীবনের নিরাপত্তায় কোতয়ালি থানায় ২০২০ সালের ৩০ নভেম্বর একটি জিডি করেন। কিন্তু অভিযুক্তরা প্রায় তাকে ক্ষতির ষড়যন্ত্র করতে থাকে। গত ২৮ মে তার ১২টার দিকে অভিযুক্তরা তার বাড়িতে ঢোকে এবং কামরুলের স্ত্রী নিপা ইসলামকে গালিগালাজ করতে থাকে। তিনি নিষেধ করায় তারা আরো ক্ষিপ্ত হয়। এবং কামরুলের ওপর আক্রমন করে। ঘরে ঢুকে আসবাবপত্র ভাংচুর করে। ঠেকাতে গেলে কামরুলের শরীরের ধারালো অস্ত্রের আঘাত করে। তার হাত ও পা জখম হয়। তার স্ত্রী নিপা ঠেকাতে গেলে তাকেও মারপিট ও শ্লীলতাহানী ঘটায়। তার কাছে থাকা এক ভরি ওজনের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। ঘরের মধ্যে বিছানার নিচ থেকে সাড়ে ৪০ হাজার লুট করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। সংবাদ পেয়ে কোতয়ালি থানার একটি টহল টিম সেখানে যায়। পরে আহত কামরুলকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়