ঢাকা টাওয়ার ডেস্ক _
বাংলাদেশের পণ্যের ওপরে যুক্তরাষ্ট্রের পুনঃ আরোপিত (৩৫%) পাল্টা শুল্ক দেশের পোশাক শিল্পের বড় বাজার হুমকিতে পড়েছে। ইতোমধ্যে যুক্তরাষ্ট্রের আমদানিকারক বিভিন্ন বড় কোম্পানি বাংলাদেশ থেকে পোশাক ক্রয়াদেশ কমিয়েছে।
দেশের রপ্তানি আয়ের (৮০%) শতাংশের বেশি আসে তৈরি পোশাক থেকে, সেই পোশাকশিল্পের রপ্তানির একক দেশ হিসেবে সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র।
পোশাকশিল্প থেকে রপ্তানি আয় হয় ৩৯ দশমিক ৩৫ বিলিয়ন ডলার ‘ দেশের মোট রপ্তানি আয়ের ৮ দশমিক ৪ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয় যুক্তরাষ্ট্রে। এরই মধ্যে ৭ দশমিক ৫৪ বিলিয়ন ডলার আসে তৈরি পোশাক রপ্তানি থেকে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশের ২ হাজার ৩৭৭টি প্রতিষ্ঠান তাদের পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে।
যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্ক আরোপে এসব প্রতিষ্ঠান বড় ধরনের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাকের চাহিদা দিন দিন বাড়ায় বিনিয়োগ বাড়িয়েছেন ব্যবসায়ীরা। পোশাক রপ্তানিকারকরা নতুনভাবে উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করায় এসব বিনিয়োগ এখন হুমকির মুখে।
সরকার যদি শুল্ক কমাতে না পারে তবে শুধু অর্ডার হ্রাস নয়, এর ফলে শ্রমিকের মজুরি, কর্মসংস্থান ও সামাজিক স্থিতিশীলতা সবই ঝুঁকিতে পড়তে পারে।
এখনই ব্যবস্থা না নিলে শুধু অর্ডার নয়, বরং বিশ্বমঞ্চে এই দেশের তৈরি পোশাক খাতের দীর্ঘদিনের অর্জন ও ভাবমূর্তি চিরতরে হারিয়ে যেতে পারে।