যশোরে মানব পাচার মামলায় বুলেট রুবেল আটক

যশোর প্রতিনিধি
দীর্ঘ দিন পালিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি বুলেট রুবেলের। অবশেষে মানব পাচার মামলায় রুবেলকে বাঘারপাড়া থানা পুলিশ আটক করেছে। বুলেট ওরফে বুলেট রুবেল ওরফে আল মামুন উপজেলার নারিকেলবাড়িয়া গ্রামের নাজির মন্ডলের ছেলে।
বাঘারপাড়া থানা পুলিশ জানিয়েছে, ঢাকার বিমান বন্দর থানায় রুবেলের নামে দুইটি মানব পাচার মামলা রয়েছে। সে দীর্ঘদিন এলাকায় এসে আত্মগোপনে ছিলো। রোববার (২২ মে) রাতে তাকে ওয়ারেন্টের ভিত্তিতে আটক করে সোমবার আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, রুবেল এক সময় ঢাকায় থাকত। এরপর সে এলাকায় এসে ইউপি চেয়ারম্যান বাবলু সাহার অনুসারী হিসেবে কাজ করে। তার বিরুদ্ধে এলাকায় নানা অভিযোগ রয়েছে।