মাধঘোপা নিউজ ডেস্কদক্ষ: যুব সমৃদ্ধ দেশ – বঙ্গবন্ধুর বাংলাদেশ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে যুব উন্নয়ন অধিদপ্তর-দিনাজপুর এর আয়োজনে এফপিএবি এর এ্যাডভোকেট এম, ফয়জুর রহমান অডিটোরিয়ামে ৩০ জন যুব সংগঠক ও এফপিএবি-দিনাজপুর শাখা তারার মেলা কর্ণারে কিশোর-কিশোরীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতা বিষয়ক প্রশিক্ষণ।
দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল-মুঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমদাদ সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মামুন হাসান চৌধুরী ও এফপিএবি এর ভারপ্রাপ্ত জেলা কর্মকর্তা মোঃ কামরুজ্জামান।
সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফুল আলম এর সঞ্চালনায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মোঃ মেহেদী হাসান মুরাদ, মোঃ খোরশেদ আলম ও হিমু সিনহা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নূর আফরোজ মীম এবং পবিত্র গীতা পাঠ করেন হিমু সিনহা।