যশোর প্রতিনিধি
র্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা আলাদা অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে।র্যাবের আলাদা দুইটি অভিযান চালিয়ে এদেরকে গ্রেফতার করেছে।
র্যাব-৬ যশোর ক্যাম্প সূত্রে বলা হয়েছে, বুধবার ১৮ মে বিকেল সাড়ে ৫টায় সদর উপজেলার সরুইডাঙ্গা গ্রাম থেকে ১শ’ ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ওই গ্রামের আব্দুল খালেকের ছেলে মহিদুল ইসলাম,মুড়–ুলী খাঁ পাড়ার ম ৃত আসমত আলীর ছেলে রফিকুল ইসলামকে গ্রেফতার করে।
অপরদিকে, র্যাবের অপর একটি টিম একই দিন ১৮ মে বুধবার সন্ধ্যা ৭টায় সদর উপজেলার ফতেপুর দায়তলা স্কুল রোড থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সুবেল হাসান নামে এক যুবককে আটক করে। সে ওই এলাকার কামাল হোসেনের ছেলে।্ এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে। বৃহস্পতিবার গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। #