যশোরে চিকিৎসককে মারপিট করার অভিযোগে থানায় মামলা 

যশোর প্রতিনিধি
যশোর সদর উপজেলার খাজুরা হাসপাতাল মোড়ে আবুল চলাচলের রাস্তা নির্মান নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৪৫) নামে একজন চিকিৎসককে মারপিট এবং হুমকি দেয়ার ঘটনায় কোতয়ালি থানায় মামলা হয়েছে। আবুল কাশেমের স্ত্রী মির জাহান মিথুন (৩০) ৪জনের নাম উল্লেখ করে মামলা করেন।
আসামিরা হলো, একই এলাকার আব্দুল খালেক মোল্লার স্ত্রী নাছিমা বেগম (৫০) এবং দুই ছেলে রহিম মোল্লা (৩৫) ও আব্দুর রউফ মুন্না (৪০) এবং শফিউদ্দীনের ছেলে মাহবুর রহমান (৪৫)।
মির জাহান মিথুন এজাহারে উল্লেখ করেছেন, আসামিদের সাথে সরকারি চলাচলের রস্তা নিমার্ন নিয়ে পূর্ব থেকে বিরোধে এবং মামলা মোকর্দমা চলে আসছে। গত ৫ মে আসামিরা সরকারি কবরস্থানের রাস্তা জোর করে দখলে নিয়ে বাড়ি নির্মাণ করছিল। সকাল ১০টার দিকে তার স্বামী ডা. আবুল কাশেম বাঁধা দেন। সে সময় আসামিরা তার ওপর ক্ষিপ্ত হয় এবং হকিস্টিক, লোহার রড, বাঁশের লাঠি প্রভৃতি দিয়ে তাকে মারপিট করে। এ সময় আবুল কাশেমের দুই ভাই শাহজাহান মোল্লা, ও কামাল হোসেন (২৮) ঠেকাতে গেলে তাদেরকেও মারপিটে জখম করে। এ সময় তার স্বামীর গলাই থাকা ৩৫ হাজার টাকা মূল্যের একটি সোনার চেইন ছিনিয়ে নেয়। পরে ফের হুমকি দিয়ে চলে যায়। এই ঘটনার পর আবুল কাশেমকে উদ্ধার করে যশোরে জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।