যশোর ব্যুরো
পূর্ব শত্রুতার কারণে রতন দাস (৩১) নামে যুবককে ধরে নিয়ে মারধোর করার এক পর্যায় অবৈধভাবে আটক করার অভিযোগে ৭ জনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। যশোর সদর উপজেলার চুড়ামনকাটি দাসপাড়ার অনিল দাসের ছেলে অসীম দাস সোমবার ১৮ এপ্রিল রাত সাড়ে ১০ টায় বাদি হয়ে মামলাটি করেন। মামলায় আসামীরা হচ্ছে,সদর উপজেলার চুড়ামনকাঠি দাস পাড়ার স্বপন দাসের ছেলে হিরা দাস, হাজারী লাল দাসের ছেলে সঞ্জয় দাস,মৃত নিমাই দাসের ছেলে মানিক,হাজারী লাল দাসের ছেলে শিবু দাস,মৃত সূর্য্য দাসের ছেলে আনন্দ দাস, মাধব দাসের ছেলে সাগর দাস ও চুড়ামনকাঠি কুঠিপাড়ার মৃত মোফাজ্জেলের ছেলে রানুসহ অজ্ঞাতনামা ৩/৪জন।
অসীম দাস মামলায় উল্লেখ করেন, আসামীরা সন্ত্রাসী প্রকৃতির লোক। বিভিন্ন সন্ত্রাসী মূলক কর্মকান্ড করে বেড়ায়। গত ১৭ এপ্রিল সন্ধ্যা অনুমান সোয়া ৬ টায় চুড়ামনকাঠি পাওয়ার হাউজের পিছনে বাদির ভাই রতন দাস তার নিজের জমিতে পানি দেওয়ার সময় উল্লেখিত আসামীরা চুড়ামনকাঠি দাসপাড়ার বাবু দাসকে ধরে নিয়ে মারধোর করার সময় বাদির ভাই রতন দাস বিষয়টি জিজ্ঞাসাবাদ করলে সকল আসামীরা দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হত্যার উদ্দেশ্যে রতন দাসের উপর আক্রমন শুরু করে। লোহার রড দিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করে আসামীরা রতন দাসকে আহত করে। এক পর্যায় রতন দাসকে অবৈধভাবে আটক করে রাখে। ঘটনার সময় রতন দাসের ডাক চিৎকারে বাদিসহ অনেকে এগিয়ে গেলে আসামীরা খুন জখমের হুমকী দিয়ে চলে যায়। বাদির ভাইকে গুরুতর জখম অবস্থায় যশোর সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আইসিইউতে আছে। আসামীরা ঘটনার রাত সাড়ে ৯ টায় বাদির বাড়িতে যেয়ে বাড়ি ঘর ভাংচুর করে ব্যাপক ক্ষতি সাধন করে।#