যশোর প্রতিনিধি যশোর ডিবি পুলিশ ১শ পিস ইয়াবা ও একটি মোটরসাইকেলসহ সুমন ইসলাম রায়হান (২৮) নামে এক যুবককে আটক করেছে। সে সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
ডিবি পুলিশের এসআই রাজেশ কুমার দাশ জানিয়েছেন, গত মঙ্গলবার রাত ১১টার দিকে সদর উপজেলার জিরাট গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে মোটরসাইকেলসহ রায়হানকে অটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে একশ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। #