ইজিবাইক চুরির ঘটনায় তহিদুল ইসলাম তারেকের এক দিনের রিমান্ড মঞ্জুর

যশোর প্রতিনিধি,বাঘারপাড়ায় চেতনানাশক খাওয়ায়ে ইজিবাইক চুরির ঘটনায় আটক তহিদুল ইসলাম তারেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। তারেক গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার চর কুশলী মধ্যপাড়ার এনজেল মোল্যার ছেলে।

মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ মার্চ সকালে বাঘারপাড়ার ভিটাবল্লা গ্রামের আলিম সরদার ইজিবাইকে যাত্রী নিয়ে বসুন্দিয়া মোড়ের উদ্যেশে রওয়না দেন। বসুন্দিয়া মোড় থেকে ফেরার সময় বেগবাড়ি মোড় থেকে অপরিচিত একজন যাত্রীকে উঠিয়ে ধলগা রাস্তার মোড়ের উদ্যেশে রওয়া দেন তিনি। এরপর এ যাত্রীকে নিয়ে তিনি করিমপুর স্কুলের সামানে যান। সেখানে নেমে তিনি কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলে চালক আমিলকে বিস্কুক খেতে দেন। এরপর তিনি অচেত হয়ে পড়লে তারা ইজিবাইকটি নিয়ে চয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরে তিনি তার ইজিবাইকটি চুরির বিষয়টি জানতে পারেন। এ ব্যপারে ২৪ মার্চ মার্চ আলিম সরদার বাদী হয়ে ৪ জনের নামউল্লেখ করে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মর্কর্তা ভিটাবল্লা ক্যাম্পের এসআই মহিদুল ইসলাম তারেকের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
যশোর প্রতিনিধি
বাঘারপাড়ায় চেতনানাশক খাওয়ায়ে ইজিবাইক চুরির ঘটনায় আটক তহিদুল ইসলাম তারেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। রোববার অতিরিক্তি চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মারুফ আহমেদ শুনানি শেষে এ আদেশ দিয়েছেন। তারেক গোপালগঞ্জ টুঙ্গিপাড়ার চর কুশলী মধ্যপাড়ার এনজেল মোল্যার ছেলে।
মামলার অভিযোগে জানা গেছে, গত ১৩ মার্চ সকালে বাঘারপাড়ার ভিটাবল্লা গ্রামের আলিম সরদার ইজিবাইকে যাত্রী নিয়ে বসুন্দিয়া মোড়ের উদ্যেশে রওয়না দেন। বসুন্দিয়া মোড় থেকে ফেরার সময় বেগবাড়ি মোড় থেকে অপরিচিত একজন যাত্রীকে উঠিয়ে ধলগা রাস্তার মোড়ের উদ্যেশে রওয়া দেন তিনি। এরপর এ যাত্রীকে নিয়ে তিনি করিমপুর স্কুলের সামানে যান। সেখানে নেমে তিনি কয়েকজন লোকের সাথে কথাবার্তা বলে চালক আমিলকে বিস্কুক খেতে দেন। এরপর তিনি অচেত হয়ে পড়লে তারা ইজিবাইকটি নিয়ে চয়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বাঘারপাড়া পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। জ্ঞান ফিরে তিনি তার ইজিবাইকটি চুরির বিষয়টি জানতে পারেন। এ ব্যপারে ২৪ মার্চ মার্চ আলিম সরদার বাদী হয়ে ৪ জনের নামউল্লেখ করে বাঘারপাড়া থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মর্কর্তা ভিটাবল্লা ক্যাম্পের এসআই মহিদুল ইসলাম তারেকের ৫ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। গতকাল আসামির রিমান্ড আবেদনের শুনানি শেষে বিচারক আসামির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।