যশোরে জমি দখল নিয়ে চুরি ঘর ভাংচুরের ঘটনায় থানায় মামলা

যশোর প্রতিনিধি
জমি দখলের চেষ্টার এক পর্যায় চিহ্নিত প্রতিবেশী সন্ত্রাসীরা বিপুল মল্লিক (৪৫) নামে এক যুবককে মারপিট করে গলায় থাকা ১ ভরি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়ার ঘটনায় ২ জনের নাম উল্লেখসহ ৪/৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আসামীরা হচ্ছে,যশোর শহরের রেলগেট রায়পাড়ার মশিউর রহমানের ছেলে মাইনুর রহমান হিমেল ও সদর উপজেলার দিয়াপাড়া গ্রামের রজব আলীর ছেলে আহাদ আলী (৫৫)। মামলাটি করেন যশোর সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মালিডাঙ্গা কর্মকারপাড়ার সন্তুনাথ মল্লিকের ছেলে বিপুল মল্লিক।
মামলায় বাদি বলেন,মালিডাঙ্গা গ্রামস্থ বাদির পৈত্রিক প্রাপ্ত ১৯০ শতক জমি রয়েছে। বাদি উক্ত জমির উত্তর-পশ্চিম পাশের্^ মাইনুর রহমান হিমেলের জমি রয়েছে। বাদির পৈত্রিক জমিতে কাটাতার দিয়ে সীমানা নির্ধারণ করা আছে। হিমেল আহাদ আলীর সহায়তায় দীর্ঘদিন যাবত বাদির  জমি দখলের চেষ্টা করে আসছে। গত ৪ মার্চ বিকেল ৫ টায় বাদি তার পৈত্রিক উক্ত জমিতে অবস্থানের সময় উক্ত আসামীরা তাদের সহযোগী অজ্ঞাতনামা ৪/৫ জন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে বাদির উক্ত জমিতে ঢুকে কাটাতার ও জমিতে থাকা বিভিন্ন প্রকারের কলাগাছ কেটে ৫০ হাজার টাকা ক্ষতি সাধণ করে। বাদি ঘটনা দেখে মাইনুর রহমান হিমেল ও তার সহযোগীদের বাধা নিষেধ করলে। আসামীরা ক্ষিপ্ত হয়ে বাদিকে ধারালো অস্ত্র দিয়ে জিম্মি করে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন  হিমেল নিয়ে নেয়। বাদির ডাক চিৎকারে স্থানীয় আশপাশের লোকজন আসলে আসামীরা হত্যাসহ বিভিন্ন ভাবে হত্যা করার হুমকী দিয়ে দ্রুত সটকে পড়ে।#