যশোর প্রতিনিধি
কোতয়ালি মডেল থানা পুলিশ গাঁজাসহ মোসাঃ নার্গিস বেগম নামে এক নারী মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। তিনি যশোর শহরের শংকরপুর বাবলাতলা পশ্চিমপাড়ার মৃত মোশারেফ হোসেনের স্ত্রী। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানা পুলিশের একটি টিম রোববার ৬ মার্চ দুপুরে গোপন সূত্রে খবর পেয়ে শংকরপুর বাবলাতলা পশ্চিম পাড়াস্থ মোসাঃ নার্গিস বেগমের বাড়িতে অভিযান চালায়। এ সময় উক্ত নার্গিস বেগমের বাড়ির বারান্দায় অবস্থানরত নার্গিস বেগমকে ২শ’ গ্রাম গাঁজা উদ্ধার করে। মোসাঃ নার্গিস বেগমকে রোববার বিকেলে আদালতে সোপর্দ করেন।