যশোর বাঘারপাড়ায় পরিবহন উল্টে ২০ যাত্রী আহত

যশোর প্রতিনিধি: আজ বুধবার সকালে যশোর মাগুরা সড়কের বাঘারপাড়ার গাবতলায় মামুন পরিবহনের একটি বাস উল্টে নারী শিশুসহ ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে ১৬ জন যশোর হাসপাতালে ভর্তি করা হয়েছে।সকাল ৭টার দিকে যশোর-মাগুরা সড়কের গাবতলা নামক স্থানে এই দূর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- ঢাকা মিরপুর এলাকার জুয়েল হোসেন (৩৬), রাশেদ আলী (৩৬), জায়মা বেগম (৪৫),রহিমা বেগম(৬০,) খুলনা ডুমুরিয়া এলাকার আল আমিন (২৮) ,সাতক্ষীরা জেলার শ্যামনগরের রেজাউল ইসলাম (৫৫), মাইন (১৪ মাস), যশোর কেশবপুরে সিয়াজিম হোসেন((২২) আব্দুল গফফার (৪০) ইমদাদুল ইসলাম (২২), হামিদ আলী (৪৩), রবিউল ইসলাম (৪২), জুয়েল মৃধা (২৭), ঢাকা) রুপা সুলতানা, রকি (৯) ও জাহাঙ্গীর আলম
ঢাকার জুয়েল হোসেন (৩৫)।
 রাতে ঢাকা থেকে মামুন পরিবহনের একটি বাস সাতক্ষীরা যাচ্ছিলো। সকাল ৭টার দিকে মাগুরার আড়পাড়া পার হয়ে কিছু দুরে বাঘারপাড়ার গাবতলা স্থানে বাসটি পৌছালে এসময় বিপরীত দিক থেকে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাসটি উল্টে যায়। ফলে বাসে থাকা কমবেশি ২০ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে ১৬ জনক যশোর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন স্হানে চিকিৎসা গ্রহন করেছে।