যশোর প্রতিনিধি
শহরের মুজিব সড়কস্থ (জাগরণী চক্র ফাউন্ডেশনের সামনে ) ষষ্টিতলা এলাকার ৫ম তলা ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া ও তৃতীয় তলার বাড়ির মালিকের ফ্ল্যাটে দুঃসাহসিক চুরির ঘটনায় শুক্রবার ২৫ ফেব্রুয়ারী রাতে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। মামলাটি করেছেন উক্ত বাড়ির ভাড়াটিয়া কাদের গনি সরদারের ছেলে এস.এম আব্দুল হক। মামলায় তিনি অজ্ঞাতনামা চোর বা চোরেরা উল্লেখ করেছেন।
মামলায় এস.এম আব্দুল হক উল্লেখ করেন,গত ২২ ফেব্রুয়ারী বেলা ১২ টায় তিনি তার পরিবার নিয়ে তার গ্রামের বাড়ি যশোরের মণিরামপুর উপজেলার খেদাপাড়া গ্রামে বেড়াতে যায়। উক্ত ভবনের দ্বিতীয় তলার ভাড়াটিয়া রিয়াজ উদ্দিন তার পরিবারের অন্যান্য সদস্যরা যশোর ঝুমঝুমপুর বিসিক এলাকায় তার নিজ বাড়িতে বেড়াতে যায়। ২৪ ফেব্রুয়ারী সকাল ৮ টায় ভবনের মালিকের বাড়ির কাজে মহিলা নাছিমা ভাড়াটিয়া রিয়াজ উদ্দিনের কক্ষের রুমের ও বাড়ি মালিকের রুমের দরজার হ্যাজবোল্ড ভাঙ্গা ও দরজা খোলা দেখে বাড়ির মালিকের স্ত্রীর মোবাইল ফোনে জানায়। বাড়ির মালিক আব্দুল হক ভাড়াটিয়া রিয়াজ উদ্দিনকে মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি জানায়। আব্দুল হক ওই দিন সকাল ৯ টায় গ্রামের বাড়ি হতে ভবনে এসে দেখেন দরজার হ্যাজবোল্ড ও সিঢ়ির উত্তর পাশের লোহার ভেন্টিলেটর ভাঙ্গা। রুমের মধ্যে প্রবেশ করে দেখেন স্টীলের আলমারির তালা ভাঙ্গা ও আলমারির ড্রয়ারে থাকা স্বর্নের বালা,সিতা হারসহ ২০ ভরি স্বর্ণালংকার নগদ ২ লাখ টাকা নেই। দ্বিতীয় তলার ভাড়াটিয়া রিয়াজ উদ্দিনের কক্ষ হতে নগদ ৫ হাজার টাকা নাই। এ ঘটনায় মামলা হলেও পুলিশ চুরি যাওয়া মালামাল উদ্ধার ও চুরির সাথে জড়িত কাউকে সনাক্ত করতে পারেনি