পুলিশ কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি

মধঘোপা নিউজ ডেস্ক:

“ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ বিজ্ঞপ্তি”

চাকরি নয়, সেবা।

অনলাইন আবেদনের শেষ সময় আগামী ২৮ ফেব্রুয়ারি ২০২২খ্রিঃ।

জেলা ভিত্তিক শূণ্য পদের বিবরণঃ
যশোর জেলা শূণ্য পদ সর্বমোট=৭৭জন, পুরুষ-৬৫জন এবং নারী-১২জন।

প্রার্থীর যোগ্যতাঃ
১। বয়সঃ ১৮ হতে ২০(যে সকল প্রার্থীর বয়স আগামী ০৭ অক্টোবর ২০২১ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবেন। তবে এক্ষেত্রে মুক্তিযোদ্ধা ও অন্যান্য কোটার জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে।

২।শিক্ষাগত যোগ্যতাঃ
এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ (কমপক্ষে জিপিএ ২.৫/সমমান)

৩।জাতীয়তাঃ
বাংলাদেশের স্থায়ী নাগরিক(পুরুষ ও নারী)।

৪।বৈবাহিক অবস্থাঃ অবিবাহিত (তালাকপ্রাপ্ত/তালাকপ্রাপ্ত নয়)।

৫।শারীরিক মাপঃ
(ক) উচ্চতাঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ফুট ৬ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত) কোটার ক্ষেত্রে ৫ফুট ৪ইঞ্চি।

(খ) নারীঃ সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে ৫ফুট ৪ইঞ্চি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও মুক্তিযোদ্ধা (মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত), কোটার ক্ষেত্রে ৫ফুট ২ ইঞ্চি।

৫। বুকের মাপ পুরুষঃ
সাধারণ ও অন্যান্য কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩১ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩৩ইঞ্চি।

মুক্তিযোদ্ধা(মুক্তিযোদ্ধার সন্তানের সন্তান ব্যতীত), কোটার ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ৩০ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩১ইঞ্চি।

৭। ওজন পুরুষ ও নারীঃ
বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে।

৮। দৃষ্টি শক্তি পুরুষ ও নারীঃ ৬/৬

৯।(ক)শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও Physlcal Endurance Test, ২৯-৩১মার্চ-২০২২খ্রিঃ, সকাল ০৮.০০ঘটিকা,

(খ) লিখিত পরীক্ষা- ৮এপ্রিল-২০২২ খ্রিঃ সকাল ১০.০০ঘটিকা,

(গ) মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা ২০এপ্রিল ২০২২খ্রিঃ সকাল ১০.০০ঘটিকা।

বিঃদ্রঃ- ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি), পদে নিয়োগের ক্ষেত্রে কোন প্রকার আর্থিক লেনদেনে জড়িত হলে গ্রেফতার ও নিয়োগ বাতিল করা হবে।মনে রাখবেন আবেদনে কোন প্রকার মিথ্যা বা ভুল তথ্য প্রদান করলে বাংলাদেশ পুলিশ নিয়োগে আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

এব্যাপারে কোন প্রতারক চক্রের সন্ধান পেলে আমাদের অফিশিয়াল ফেসবুক পেইজে অথবা নিকটতম পুলিশ স্টেশনে খবর দিন।

এছাড়াও জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ জানাতে পারেন।
জেলা পুলিশ, যশোর।