যশোরে দুই মামলায় দুই আসামির প্রবেশনে মুক্তি

যশোর প্রতিনিধি
যশোরে পৃথক দুই মামলায় দুই আসামির সাজা প্রদান করে বিভিন্ন শর্তে প্রবেশনে মুক্তি দিয়েছে আদালত। সোমবার যুগ্ম দায়রা জজ শিমুল কুমার বিশ্বাস মাদক মামলার দুই আসামির সাজা প্রদান করে বিভিন্ন প্রবেশনে মুক্তি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি অ্যাডভোকেট লতিফা ইয়াসমিন কমল ও ভীম সেন দাস।
আদালতের বেঞ্জ সহকারী আব্দুল কাইয়ুম জানায়, সোমবার মাদক মামলায় মণিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের আজিজুর রহমানের ছেলে আজাদ মোড়লকে সাজা প্রদান করে দুই বছরের সাজা প্রদান করে প্রবেশনে মুক্তি দেয়া হয়। তার উল্লেখযোগ্য শর্ত হচ্ছে প্রতি মাসের শেষ শনিবারে মণিরামপুর ট্রাফিক বক্সের সামনে বসে এক ঘন্টা মাদক বিরোধী প্রচারণা করবেন ও প্রচারপত্র বিভিন্ন এলাকায় টাঙিয়ে দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের লেখা তিনটি বই পড়ে তার সারমর্ম উপজেলা সমাজসেবা অফিসারের নিকট জমা দিতে হবে। এছাড়া ভাষা আন্দোলন ভিত্তিক পাঁচটি বই পড়তে হবে ও মাস্ক ব্যবহারে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এছাড়া, একই দিন আরেকটি মাদক মামলায় যশোর শহরের রায়পাড়ার মৃত আশরাফুল হকের ছেলে রবিউল হককে এক বছরের সাজাপ্রদান করে প্রবেশনে মুক্তি দেন। তার শর্তের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে তাকে প্রবেশন কালীন সময়ে পাঁচটি গাছ লাগাতে হবে