যশোর প্রতিনিধি
বিভিন্ন ফেইক ফেইসবুক আইডি খুলে নিজের পরিচয় গোপন রেখে ছদ্মবেশ ধারন করে ডিজিটাল প্রতারণার উদ্দেশ্যে বিভিন্ন রোগাক্রান্ত শিশু ও ব্যক্তির ছবি ব্যবহার করে মিথ্যা ও ভুয়া তথ্য ফেইসবুক ওয়েব সাইটে প্রচার ও প্রকাশ করার অভিযোগে শাহারিয়ার আজম ওরফে আকাশকে গ্রেফতার করেছে পিবিআই যশোরের একটি চৌকসটিম। সে যশোর সদর উপজেলার হামিদপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পিবিআই যশোরে কর্মরত এসআই ¯েœহাশিস দাশ বাদি হয়ে বুধবার ৯ ফেব্রুয়ারী রাতে কোতয়ালি মডেল থানায় আকাশের বিরুদ্ধে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন, আকাশ একই নাম্বার বিকাশ ও নগদ সংযুক্ত করে ভিন্ন ভিন্ন গুরুতর অসুস্থ্য ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে সাহায্যের জন্য টাকা পাঠানোর আবেদনের বিষয়টি পিবিআইয়ের চৌকস টিমের নজরে আসে। আকাশ ভিন্ন ভিন্ন ফেসবুক আইডি থেকে ভিন্ন ভিন্ন গুরুতর অসুস্থ্য ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে একই বিকাশ ও নগদ নম্বর ব্যবহার করা বিষয়টি সন্দেহজনক মনে হলে পিবিআই ডিজিটাল ফরেনসিক ল্যাব ঢাকার সাহায্য নিয়ে সকলের সম্মিলিত তথ্যের ভিত্তিতে পিবিআই টিম জানতে পারেন আকাশ ব্যবহৃত বিকাশ ও নগদ নম্বরের রেজিষ্ট্রেশন তার পিতা আনোয়ার হোসেনের নামে যার এনআইডি তার পিতার। উক্ত মোবাইলের সিমটি আকাশ নিজেই ব্যবহার করে। সে বিভিন্ন ফেইক ফেইসবুক আইডি তৈরী করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন গুরুতর অসুস্থ্য ব্যক্তি ও শিশুর ছবি প্রচার করে তার প্রতারণার মাধ্যমে অথ্য আত্মসাতের বিষয়টি ব্যাপক তদন্ত ও আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য অভিযান চালিয়ে বুধবার ৯ ফেব্রুয়ারী বিকেল সাড়ে ৩ টায় কোতয়ালি মডেল থানার আলমনগর গ্রামের জনৈক জিয়াউর রহমানের বাড়ি থেকে আকাশকে গ্রেফতার করে। গ্রেফতার হওয়ার পর আকাশ প্রতারণার কথা স্বীকার করেন। সে প্রায় ১৫ ও ১৬টি লিংকের মাধ্যমে প্রতারণার তথ্য পেয়েছে পিবিআইয়ের চৌকস টিম। বৃহস্পতিবার আকাশকে আদালতে সোপর্দ করা হয়েছে। সে আদালতে জবানবন্দি দেওয়ার কথা পিবিআইকে দপ্তরের কর্মকর্তাদের জানিয়েছেন।#