যশোরে সৌদি রিয়ালের বদলে ভিমবার দিয়ে প্রতারণা

যশোর অফিস: যশোরে সৌদি রিয়ালের বদলে ভিমবার দিয়ে প্রতারণার মাধ্যমে সাতলাখ টাকা হাতানোর অভিযোগে থানায় মামলা করেছেন যশোরের ওষুধ ব্যবসায়ী মিলন কান্তি বেপারি। গত বছরের ১১ নভেম্বর শহরের কোর্ট মসজিদের গলি থেকে তার সাথে এ ঘটনা ঘটেছে।

সোমবার রাতে অজ্ঞাত আসামি করে তিনি কোতোয়ালি থানায় মামলা করেছেন।
বাদী মিলন কান্তি বেপারি যশোর শহরের চাঁচড়া ডালমিল সৃজনী অফিসের তৃতীয়তলার ভাড়াটিয়া। তিনি বরগুনা জেলার বেতাগি উপজেলার দেশান্তরকাঠি গ্রামের মৃত মনোরঞ্জন বেপারির ছেলে। মামলায় তিনি উল্লেখ করেন, যশোর শহরের চাঁচড়া বাজারে মিলন ফার্মেসী নামে একটি ওষুধের দোকান রয়েছে। গত বছরের ৯ নভেম্বর বিকেল ৫টার দিকে তার দোকান থেকে কিছু ওষুধ কেনেন অপরিচিত এক ব্যক্তি। তিনি সৌদি আরবের একশ’ রিয়ালের একটি নোট দেন। পরে ওই নোটটা চৌরাস্তার সোনালী ব্যাংক থেকে ভাঙানো হয়। পরে ওই ব্যক্তি ফের মিলনের দোকানে আসেন। এসময় ওই ব্যক্তি মিলনকে জানায় তারকাছে ৩৫ হাজার সৌদি রিয়াল আছে। তা মিলনকে নিতে বলে। মিলনও রাজি হয়। ১১ নভেম্বর বেলা সাড়ে ১১টার দিকে কোর্ট মসজিদের গলির মধ্যে যেতে বলে। মিলন একটি ব্যাগে করে বাংলাদেশি সাত লাখ ৬০ হাজার টাকা নিয়ে সেখানে যান। কিন্তু সেখানে পৌছানো মাত্র অপরিচিত তিনজন একটি পত্রিকার কাগজ মোড়ানো সাড়ে ৩শ’ সৌদি রিয়াল আছে বলে একটি প্যাকেট মিলনের কাছে দেয়। পরে অজ্ঞাতরা দুইদিক থেকে মিলনকে চেপে ধরে পকেট থেকে চাকু বের করে খুন করার হুমকি দেয়। এরই মধ্যে মিলনের কাছে থাকা ব্যাগের মধ্যে সাত লাখ ৬০ হাজার টাকা নিয়ে সটকে পড়ে। পরে দেখে টাকার বললে কাগজে ভিমবার মোড়ানো রয়েছে