নিজস্ব প্রতিবেদক: সামিয়া মেহজাবিন রংতুলি ও কবুরা মেহজাবিন টিউলিপ দুই বোন এবারও ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। স্বপ্নচারী সমাজকল্যাণ সংস্থ অয়োজিত এই বৃত্তি পরীক্ষায় তারা এই সাফল্যের স্মাক্ষর রেখেছেন।
যশোর শহরের জিলা স্কুল, সরকারী বালিকা বিদ্যালয়, পুলিশ লাইনস স্কুল, কালেকটরেট স্কুল সহ বিভিন্ন স্কুল থেকে ৩৭৩ জন ছাত্র-ছাত্রী এই পরীক্ষায় অংশ গ্রহন করেন।
রংতুলি যশোর শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ৫ম শ্রেণীর (বর্তমানে ৬ষ্ট শ্রেণীর) ছাত্রী ও টিউলিপ অক্সফোর্ড স্টেট ইন্টারন্যাশনাল স্কুলের ২য় শ্রেণীর (বর্তমানে যশোর শিক্ষা বোর্ড সরকারী মডেল স্কুল এন্ড কলেজের ৩য় শ্রেণীর) ছাত্রী। দুই বোন মান সন্মত শিক্ষা গ্রহনের মাধ্যমে প্রকৃত অর্থে মানুষ হতে চায়।
রংতুলি ও টিউলিপ বাংলার ভোর পত্রিকার সম্পাদক (এইস আর) ও অবসরপ্রাপ্ত এনজিও কর্মকর্তা সাবিনা ইয়াসমিন এর কন্যা। দুই কন্যার জন্য তারা সকলের কাছে দ্ওেয়ার দরখ্স্ত পেশ করেছেন।