গ্রিল কেটে বাসায় ঢুকে জামায়াত নেতাকে খুন, টাকা-স্বর্ণ লুট

Share

রাজধানীর পশ্চিম রাজাবাজারে বাসার জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা আনোয়ারুল্লাহকে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে বাসার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে দুই যুবক। খুনের পর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা নিয়ে পালিয়ে যায় বলে দাবি করেছে ভুক্তভোগী পরিবার। গণমাধ্যমের প্রতিবেদনসূত্রে এসব তথ্য জানা যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে বারান্দার গ্রিল এবং পরে একটি কক্ষের জানালার গ্রিল কেটে দুজন ব্যক্তি চিকিৎসক আনোয়ারুল্লাহর বাসায় প্রবেশ করেন। প্রায় দুই ঘণ্টা পর তাদের বের হতে দেখা যায়। যে গ্রিল কেটে তারা প্রবেশ করেছে, সেটিই ছিল মূল প্রবেশপথ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে তারা প্রায় দুই ঘণ্টারও বেশি সময় বাসার ভেতরে অবস্থান করে। পরিবারের ভাষ্য অনুযায়ী, মৃত্যু নিশ্চিত করেই তারা বাসা ছাড়ে।

পরিবারসূত্রে জানা যায়, রাজাবাজারের ওই বাসার দোতলায় স্ত্রীসহ বসবাস করতেন আনোয়ারুল্লাহ। খুনিরা ভেতরে ঢুকে আনোয়ারুল্লাহ ও তার স্ত্রীর হাত-পা বেঁধে তাকে খুন করে। এরপর তারা আট ভরি স্বর্ণ ও নগদ পাঁচ লাখ টাকা লুট করে নেয়। পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আনোয়ারুল্লাহ এলাকায় একজন মানবিক চিকিৎসক হিসেবে পরিচিত ছিলেন।

নিহতের নিকট এক আত্মীয় গণমাধ্যমকে বলেন, হোমিও চিকিৎসার পাশাপাশি জামায়াতের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন নিহত আনোয়ারুল্লাহ। যে ঘটনা ঘটেছে, এটিকে নিঃসন্দেহে একটি হত্যাকাণ্ড বলা যায়। আরেক বাসিন্দা বলেন, গ্রিল কেটে ঢুকে যাচ্ছে, অথচ সরকার, প্রশাসন বা এলাকাবাসী কেউই টের পাচ্ছে না।

ডিএমপির ডিবি (মিডিয়া) তালেবুর রহমান গণমাধ্যমকে বলেন, এই ঘটনায় এখনো পর্যন্ত কোনও মামলা রুজু হয়নি। মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।

Read more