যশোরে র‌্যাব ও ডিবি পুলিশের হাতে ১হাজার পিস ট্যাপেন্টাডল ও ইয়াবাসহ গ্রেফতার-২

Share

বিশেষ প্রতিনিধি
র‌্যাব ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ আলাদা অভিযান চালিয়ে কোতয়ালি থানা এলাকা থেকে প্রায় ১হাজার পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে। এ সময় মাদকদ্রব্য নিজ দখলে রাখার অভিযোগে দু’জনকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা (পালবাড়ী মোড়) এলাকার আশরাফ আলীর ছেলে ইব্রাহিম হোসেন ও যশোর শহরের পুরাতন কসবা (লিচুতলা বাগান) এলাকার মৃত আব্দুল খালেক এর ছেলে তপন শেখ ওরফে কালো তপন ওরফে ইসাহাক। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে আলাদা দু’টি মামলা হয়েছে।
 জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সূত্রে জানাগেছে, ডিবি’র এক এসআইসহ একদল পুলিশ গত ২৮ জানুয়ারী বিকালে গোপন সূত্রে খবর পেয়ে শহরের পুরাতন কসবা লিচুবাগান এলাকার বিশিষ্ট  মাদক ব্যবসায়ী তপন শেখ ওরফে কালো তপন  ওরফে ইসাহাক বাড়িতে অভিযান চালিয়ে তার দখল হতে ১শ’ পিস ইয়াবার চালানসহ গ্রেফতার করে। অপরদিকে, র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল বুধবার ২৯ জানুয়ারী সন্ধ্যায় শহরতলী নতুন খয়েরতলা পালবাড়ী মোড়ের অদূরে মারকাজুল কুরআন হিফজ মাদ্রাসা গলিতে জনৈক মমতাজ বেগমের বাড়ির সামনে থেকে ইব্রাহিম হোসেনকে গ্রেফতার করে। এ সময় তার দখলে থাকা ৯শ’ ৮০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে। গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

Read more