বিমানবন্দর থেকে ছাত্রলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

Share

ঢাকা অফিস: নিষিদ্ধঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক মীর রাব্বিউল ইসলাম সীমান্তকে গ্রেপ্তার করেছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ।

দেশত্যাগের চেষ্টাকালে আজ বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দুপুরে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক মীর রাব্বিউল ইসলাম সীমান্ত পাবনা পৌর এলাকার নয়নামতি এলাকার মোকাররম হোসেনের ছেলে।
পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম জানান, দুপুরে তাকে ঢাকা বিমানবন্দরে গ্রেপ্তার করে আমাদের জানানো হয়েছে। আমাদের একটি টিম ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। গত ৪ আগস্ট পাবনা শহরে ছাত্র-জনতার ওপর হামলা এবং দুই শিক্ষার্থীদের নিহতের ঘটনায় তার নামে হত্যা মামলা রয়েছে। পাবনায় এনে আদালতে প্রেরণ করা হবে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট পাবনা মধ্য শহরের আবদুল হামিদ সড়কের ট্রাফিক মোড় এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা এলোপাতাড়ি গুলিবর্ষণ করেন। এতে ঘটনাস্থলেই জাহিদুল ইসলাম (১৯) ও মাহবুব হাসান নিলয় (১৪) নামের দুই শিক্ষার্থী নিহত হোন এবং অসংখ্য শিক্ষার্থী গুলিবিদ্ধ হোন। এ ঘটনায় দুটি মামলাতেই সীমান্ত আসামি রয়েছেন। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন।

Read more