বিশেষ প্রতিনিধি
মাদক ধরতে এসে পুলিশ বিদেশী পিস্তল,ম্যাগজিন,ওয়ান স্যুটারগান, বোমা,স্কুল ব্যাগ ও মোটর সাইকেলসহ হেলাল উদ্দিন নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ঝাউদিয়া কারিকরপাড়া গ্রামের জালাল উদ্দিন ও মোছাঃ তহমিনা বেগমের ছেলে। এ সময় তার সহযোগী একই এলাকার মৃত সাখাওয়াত হোসেন ও রাজিয়া বেগমের ছেলে বাদল হোসেন ও সদর উপজেলার বিরামপুর গ্রামের মৃত জলিল ড্রাইভারের ছেলে লিটন ওরফে হাঁস লিটন পালিয়ে গেছে। অস্ত্র বোমা উদ্ধারের ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে অস্ত্র আইনসহ বিস্ফোরক দ্রব্য আইনে মামলা হয়েছে।
কোতয়ালি মডেল থানার এসআই শরিফুল ইসলাম জানান,বুধবার ২২ ডিসেম্বর বিকেলে মোবাইল -১৫ ডিউটি পালন কালে সদর উপজেলার বিরামপুর গ্রামস্থ বিরামপুর টু পাগলাদাহ গামীসড়কের মান্দারতলা ব্রীজের দক্ষিণ পাশের্^ জনৈক জামালের চায়ের দোকানের সামনে ইটের সলিং রাস্তার উপর কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সেখানে বিকেল পৌনে ৫ টায় ঘটনাস্থলে উপস্থিতি হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পলায়নের চেষ্টায় ব্যর্থ হয়। পুলিশ হেলাল উদ্দিনকে গ্রেফতার করে। পরে তার দখল হতে ও পলাতক আসামীদের দখলে থাকা ১টি বিদেশী পিস্তল,১টি ম্যাগজিন, ১টি লোহার তৈরী ওয়ান স্যুটারগান, ৫টি অবিস্ফোরিত মোবা,১টি স্কুল ব্যাগ ও ১৫০ সিসি (যশোর –হ- ১৭-৯২৭২) কালো পালসার মোটর সাইকেল স্থানীয় লোকজনের সামনে জব্দ তালিকা প্রস্তুুত করেন। গ্রেফতারকৃত আসামীকে বৃহস্পতিবার আদালতে সোপর্দ করা হয়েছে। তদেরকে জামিন না দিয়ে আদালতের বিজ্ঞ বিচারক কারাগারের প্রেরণের নির্দেশ দেন।#