যশোরে ভ্রাম্যমান আদালতের অভিযান দুই ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা

বিশেষ প্রতিনিধি
র‌্যাব-৬ যশোর ক্যাম্প সমন্বয় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একটি ভেজাল খাদ্য তৈরীর বিরুদ্ধে মঙ্গলবার ৭ সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে দু’জন ব্যবসায়ীকে ৭০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তার আদায় করেছে। ব্যবসায়ীরা হচ্ছে, যশোর সদর উপজেলার মধু গ্রামের মৃত নাদের আলী খানের ছেলে মোঃ নজরুল ইসলাম ও একই গ্রামের ম ৃত হাফিজের ছেলে সিরাজুল ইসলাম।
র‌্যাব-৬ সমন্বয় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ একদল ভ্রাম্যমান আদালত এদিন সকাল ১১ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত সীতারামপুর গ্রামের ব্যবসায়ী নজরুল ইসলামের কারখানায় অভিযান চালিয়ে ভেজাল করার অভিযোগসহ নানা অভিযোগে ২০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করে। অপরদিকে, র‌্যাবের টিম দুপুর আড়াইটার সময় সিতারামপুর গ্রামের সিরাজুল ইসলামের কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ধার্য্য করে তা আদায় করে। এ ঘটনায় ভ্রাম্যমান আদালতে মামলা হয়। পরে জরিমানার টাকা দিয়ে ব্যবসায়ী দু’জন মুক্তি পান।#