যশোর প্রতিনিধি: যশোরে শুরু হয়েছে এসএসসি পরীক্ষা। করোনা ভাইরাসের সংক্রমণরোধে স্বাস্থ্য বিধি মানতে প্রতি আসনে এক জন করে পরীক্ষার্থী বসানো হয়েছে। সেই সাথে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক। কেন্দ্রে প্রবেশের আগে পরীক্ষা করা হয়েছে শরীরের তাপমাত্রা ও দেয়া হয়েছে হ্যান্ড স্যানিটাইজার।
এবছর যশোর শিক্ষা বোর্ডের অধীনে ২৯১টি কেন্দ্রে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। যাদের মধ্যে ছাত্র ৯২ হাজার ৪৪২ জন ও ছাত্রী ৮৮ হাজার ৯৮৮ জন।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র জানান, এবছর শর্ট সিলেবাসের ভিত্তিতে ৫০ নম্বরের পরীক্ষা নেয়া হচ্ছে। জেলা প্রসাসকের নেতৃত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ ভিজিলেন্স টিম পরীক্ষা মনিটরিং করছে।