যশোর মণিরামপুরে দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে প্রতারণার মামলা

যশোর প্রতিনিধি
যশোরের মণিরামপুরের মশ্মিমনগর দাখিল মাদরাসার সুপার নজরুল ইসলামের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে একটি মামলা হয়েছে। রোববার মশ্মিমনগর গ্রামের বাসিন্দা মাদরাসার সাবেক সভাপতি মৃত বাসতুল্লাাহ সরদারের ছেলে এসএম রবিউল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইফুদ্দীন হোসাইন অভিযোগটি বিপিআইকে তদন্ত করে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।
মামলার অভিযোগে জানা গেছে, মশ্মিনগর মাদরাসায় নিরাপত্তা কর্মী ও আয়া নিয়োগ দেয়ার লক্ষ্যে ২০২০ সালের ২২ জানুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশ করে কতৃপক্ষ। নিরাপত্তা কর্মী পদে আবেনদ করেন এসএম রবিউল ইসলামসহ আরও অনেকে। আবেদন পত্র জমা দেয়ার ৯ মাস পর ওই বছরের ২ নভেম্বর মাদরাসায় লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ দিন পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়নি। দ্রুত ফলাফল ঘোষনার দাবি ও দুর্নীতির আভাস পাওয়ায় ওই বছরের ৩০ নভেম্বর সংবাদ সম্মেলন ও ৬ ডিসেম্বর মানববন্ধন করা হয়। অভিযোগ দেয়া হয় বিভিন্ন দফতরে। এরমধ্যে মাদরাসার সুপার এসএম রবিউল ইসলামকে ডেকে ১০ লাখ টাকা দাবি করেন। পরে তার সাথে চুক্তি অনুযায়ী ৫ লাখ টাকা দেয়া হয়। এ টাকা নেয়ার পর সুপার তাকে চাকরি না দিয়ে অন্য একজনকে এ পদে চাকরি দিয়ে দেন। এরপর তার কাছে টাকা ফেরত চাইলে না দিয়ে ঘোরাতে থাকেন। টাকা আদায়ে ব্যর্থ হয়ে তিনি আদালতে এ মামলা করেছেন। #