যশোর প্রতিনিধি
পূর্ব শত্রুতার কারনে আবু সাঈদ (২৬) নামে এক যুবককে সদর উপজেলার মোবারককাঠি কলোনীর বাজারে হাবিবুর রহমান মার্কেরের সামনে অর্তকিত হামলা চালিয়ে এলোপাতাড়ী পিটিয়ে ও কুপিয়ে জখম করে মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় নানী রাহাতন বেগম বাদি হয়ে শনিবার দুপুরে কোতয়ালি মডেল থানায় ৬ চিহ্নিত সন্ত্রাসী ও তাদের অজ্ঞাতনামা ৪/৫ জন উল্লেখ করে কোতয়ালি মডেল থানায় মামলা দিয়েছে। মামলায় আসামীরা হচ্ছে,সদর উপজেলার কাজীপুর স্কুল মাঠপাড়ার মৃত সাদেক আলী গাজীর নাতী ফারুক হোসেন ওরফে ডাকাত ফারুক,সদর উপজেলার মোবারককাঠি কলোনীর মৃত নজো বিশ^াসের ছেলে মোঃ আকরাম,মৃত আরশাদ আলীর ছেলে মহব্বত,মোবারককাঠি কলোনী পাড়ার মৃত আরশাদ আলীর ছেলে বরকত,কাজীপুর স্কুল মাঠপাড়ার মৃত মুনসুর মোল্যার ছেলে জনি মোল্যা ও মুন্সী কাজীপুর গ্রামের মৃত নুরোর ছেলে মাহফুজ হোসেন।
সদর উপজেলার কাজীপুর নতুন মসজিদের পাশে মৃত আব্দুল জব্বার গাজীর স্ত্রী রাহাতন বেগম বাদীহয়ে মামলায় উল্লেখ করেন, বাদির নাতী কাজীপুর নতুন মসজিদের পাশে মিজানুর রহমানের ছেলে আবু সাঈদ মাছের ব্যবসা করে। পূর্ব শত্রুতার জের ধরে উক্ত আসামীরা প্রায় সময় আবু সাঈদকে মারপিট খুন জখম করার হুমকী দিয়ে আসছিল। গত ৪ অক্টোবর সকাল সোয়া ১০ টায় বাদির নাতী মোবারককাঠি কলোনী বাজারে হাবিবুর রহমানের মার্কেটের সামনে অবস্থানকালে উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে হাতে ধারালো দা,লোহার হাতুড়ী, লোহার রড দিয়ে আবু সাঈদকে হত্যার উদ্দেশ্যে মাথার ডান কানের উপরে স্বজোরে কোপ মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। আবু সাঈদ প্যান্টের পকেট হতে ফোন করে বের করে নানীসহ আত্মীয়স্বজনদের ফোন করতে গেলে আসামীরা মারপিট করে ১২ হাজার টাকা মুল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। আবু সাঈদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে আসামীরা পরবর্তীতে আবু সাঈদকে হত্যা করার হুমকী দিয়ে দ্রুত উক্ত স্থান থেকে চলে যায়। স্থানীয় লোকজন আবু সাঈদকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।#