যশোরে অজ্ঞান করে রিক্সা নিয়ে পালানোর সময় গ্রেফতার ১

যশোর প্রতিনিধি
ব্যাটারী চালিত রিক্সা চালককে স্পীডের সাথে চেতনা নাশক ঔষধ সেবন করে অচেতন করে রিক্সাটি নিয়ে পালানোর সময় হৃদয় রহমান নামে এক যুবককে জনগনের সহায়তায় গ্রেফতার করেছে পুলিশ। সে যশোর শহরের শংকরপুর আকবরের মোড়ের আতাউর রহমানের ছেলে। এ ঘটনায় রিক্সা চালকের মা আঙ্গুরা বেগম বাদি হয়ে মঙ্গলবার দিবাগত গভীর রাতে কোতয়ালি মডেল থানায় হৃদয় রহমানের নামসহ অজ্ঞাতনামা ৩/৪জনের নাম উল্লেখ করেছে।
যশোর শহরের খড়কী কলাবাগান এম এম কলেজের দক্ষিন মোড়ের ইয়াসিন এর স্ত্রী মোছাঃ আঙ্গুরা বেগম বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় মামলায় বলেছেন যে,তার ছেলে আল আমিন (১৭) যশোরের শহরের বিভিন্ন স্থানে ব্যাটারী চালিত রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার ৫ অক্টোবর বিকেল সাড়ে ৪ টায় রিক্সা চালানোর জন্য বাড়ি থেকে বের হয়ে শহরের দড়াটানায় পৌছায়। দড়াটানা ব্রীজের সামনে হতে একজন অপরিচিত লোক আল আমিনের রিক্সা উঠে এবং শহরের বিভিন্ন স্থানে ঘড়াতে থাকে। এক পর্যায় কোতয়ালি মডেল থানার সামনে চৌরাস্তা মোড় হতে সন্ধ্যা সাড়ে ৭ টায় উক্ত যাত্রী আল আমিনকে স্পীডের বোতলে চেতনা নাশক দ্রব্য সেবন করায়। সন্ধ্যা ৭ টা ৫০ মিনিটের সময় শহরের পোষ্ট অফিসের প্রধান কার্যালয়ের সামনে পৌছানো মাত্র ছেলে অচেতন হয়ে পড়ে। সেই সুযোগে উল্লেখিত আসামী ও তার সহযোগী অজ্ঞাতনামা ৩/৪জন দূবৃর্ত্ত রিক্সা হতে আল আমিনকে কৌশলে রিক্সাটি নিয়ে পালিয়ে যাওয়ার সময় আল আমিন চিৎকার দিলে স্থানীয় লোকজন উল্লেখিত রিক্সা যাত্রী হৃদয় রহমানকে হাতে নাতে ধরে ফেলেন। তার সহযোগী অন্যান্য আসামীরা দৌড়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে অজ্ঞান পার্টির চক্রের সদস্য হৃদয় রহমানকে হেফাজতে গ্রহন করে। বুধবার সকালে পুলিশ উক্ত ঘটনায় দায়ের করা মামলায় আদালতে সোপর্দ করে।#