যশোর প্রতিনিধি
পূজা মন্ডপের গেট তৈরী করা নিয়ে হামলায় এক যুবক গুরুতর জখম ও স্বর্ণের চেইন নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগে কোতয়ালি মডেল থানায় সোমবার রাতে মামলা দায়ের করেছেন। মামলায় আসামী করেছেন,যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ আশারুল ইসলাম ওরফে বড় বাবুর ছেলে
শরিফুল ইসলাম ওরফে তুষার। পুলিশ শরিফুল ইসলাম ওরফে তুষারকে সোমবার রাতে রেলরোডস্থ এলাকা থেকে গ্রেফতার করে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করে।
যশোর শহরের বেজপাড়া গয়ারাম রোডস্থ মৃত নিমাই চাঁদের ছেলে সাধন ভৌমিক বাদি হয়ে মঙ্গলবার রাতে কোতয়ালি মডেল থানায় উক্ত আসামীর নাম উল্লেখ করে মামলা করেন। মামলায় তিনি উল্লেখ করেন,শারদীয় দূর্গা পূজা উপলক্ষে যশোর শহরের বেজপাড়া মেইন রোডস্থ বয়েজ ক্লাবের পাশে বেজপাড়া মেইন রোডে পূজা মন্ডপের গেট তৈরীর কাজ করা কালে সোমবার ৪ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় শরিফুল ইসলাম ওরফে তুষার উক্ত স্থানে এসে তৈরীকৃত গেটটি পাশে সরিয়ে নিয়ে গেটটি তৈরী করতে বলে। স্থানীয় পূজা মন্ডপের স্থানটি বেজপাড়া মেইন রোডের পাশে হওয়ায় পাশে সরিয়ে নিয়ে গেট বানানো কোন সুবিধা জনক জায়গা না থাকায় গেট তৈরীর কাজে নিয়োজিত বয়েজ ক্লাবের অর্থ সম্পাদক সনাতক রায় বর্ডার, ক্লাবের সেক্রেটারী বকুল সাহা ও গেট তৈরীর মিস্ত্রী আব্দুল আজিজগন শরিফুল ইসলাম ওরফে তুষারকে বলে যে পাশে সরিয়ে নিয়ে গেট বানানো কোন স্থান না থাকায় এখানেই তৈরী করা প্রয়োজন। এই কথা বলায় তুষার উত্তেজিত হয়ে বাদিসহ তার সহযোগীদের গালিগালাজ করতে থাকে এবং এলোপাতাড়ীভাবে কিল ঘুষি শুরু করে। বাদি ঘটনা দেখে তুষারকে ঠেকানোর চেষ্টা করলে বাদিকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং এখানে কেউ কোন গেট করতে পারবেনা বলে হুমকী দেয়। বাদি তুষারকে নিষেধ করায় তুষার ঘটনাস্থলে থাকা বাঁশ দিয়ে বাদিকে হত্যার উদ্দেশ্যে মাথায় বাড়ি মারলে বাম হাত দিয়ে ঠেকালে আঘাতকে বাম হাতের কনুইয়ের উপর লেগে হাড় ভাঙ্গা জখম হয়। বাদির গলায় থাকা ১০ আনা ওজনের স্বর্ণের চেইন ও পকেটে থাকা নগদ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেয়।বাদি ডাক চিৎকার দিলে তুষার হত্যার হুমকী দিয়ে চলে যায়। বাদিকে গুরুতর আহত অবস্থায় যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। পরে থানায় মামলা হলে পুলিশ রাতে শরিফুল ইসলাম ওরফে তুষারকে গ্রেফতার করে।#