যশোর প্রতিনিধি: যশোর কোতোয়ালি থানা, ডিবি পুলিশ ও পুলিশ ক্যাম্পের সদস্যদের পৃথক অভিযানে চারজনকে মাদক সহ আটক করেছে । এসময় তাদের কাছথেকে ৪শ’ ১০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করেছে। আটককৃতরা হলেন, যশোর শহরের বারান্দীপাড়া ঢাকা রোড পুজো মন্ডপের সামনে মৃত আনোয়ার হোসেনের ছেলে আমিনুর ইসলাম আকাশ, সদর উপজেলার শেখহাটি জামরুল তলা এলাকার মৃত মোহাম্মদ আলী শেখের ছেলে তাজু শেখ, সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার চিংড়াখালী গ্রামের মৃত আরশাদ আলী গাজীর ছেলে আবু বকর সিদ্দিক ও কেশবপুর উপজেলার বড়েঙ্গা গ্রামের মৃত মোশারফ হোসেন মোল্লার ছেলে তরিকুল ইসলাম। এ ঘটনায় কোতয়ালি মডেল থানায় পৃথক চারটি মামলা হয়েছে। শুক্রবার সন্ধার পর আরএনরোড সংলগ্ন রানা স্টীল প্লাজার বিপরীতে খালধার রোডের মোড় থেকে আমিনুর ইসলাম আকাশকে ও রাত সাড়ে ১০ টায় শহরের শংকরপুর বাস টার্মিনাল এর পূর্ব পাশের মীর খায়রুজ্জামানের চায়ের দোকানের সামনে থেকে তরিকুল ইসলামকে ১৬০ গ্রাম গাঁজাসহ আটক করে। অপরদিকে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ শনিবার সকাল সাড়ে ৮ টায় উপশহর খাজুরা বাসস্ট্যান্ড এলাকা সংলগ্ন শিশু হাসপাতালের সামনে থেকে আবু বকর সিদ্দিককে ৩০পিস ইয়াবাসহ গ্রেফতার করে। এছাড়া তাল বাড়ীয়া পুলিশ ক্যাম্পের সদস্যরা শুক্রবার রাত সোয় সাতটায় ঘুরুলিয়া গ্রামের কামারবাড়ির মোড় জনৈক ইমান আলীর বাড়ির সামনে থেকে তাজু শেখকে ১শ’ ৫০ গ্রাম গাঁজা সহ আটক করে।