জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য উপাধ্যক্ষ মোঃ আব্দুর রব বলেন, বাংলাদেশে জামায়াতে ইসলামী সকল গণতান্ত্রিক আন্দোলনে মুখ্য ভুমিকা পালন করেছে। এক জালেম চলে গেলেও বাংলাদেশ এখনও জুলুম মুক্ত হয়নি। জামায়াতে ইসলামী যশোর জেলা শাখার দিনব্যাপী রুকন শিক্ষা শিবিরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
শুক্রবার যশোর জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে যশোর জেলা আমির অধ্যাপক গোলাম রসুলের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসেন, অঞ্চল টিম সদস্য ড.আলমগীর বিশ্বাস,
জেলা সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকীর সঞ্চালনায় আরও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী সেক্রেটারি যথাক্রমে
অধ্যাপক গোলাম কুদ্দুস, মাওলানা রেজাউল করিম, অধ্যাপক মনিরুল ইসলাম জেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক শাহাবুদ্দীন বিশ্বাস, অধ্যাপক আবুল হাশিম রেজা,
অধ্যাপক জয়নাল আবেদীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুর রব আরও বলেন, মুসলমানদের দুর্দিনে জামায়াতে ইসলামী ১৯৯৪১ সালে ভারতীয় উপমহাদেশে প্রতিষ্ঠিত হয়।
জামায়াতে ইসলামী সকল বাধা বিপত্তি অতিক্রম করে তার অভীষ্ট লক্ষে পৌঁছে যাবে। এজন্য জামায়াতের সকল নেতা-কর্মীকে ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশকে মানবিক দেশ হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।