যশোর অফিস
যশোরের চৌগাছা উপজেলার বড় কাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাসের আলীর বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের যৌন নিপীড়নের গুরুতর অভিযোগ উঠেছে। অভিযোগের পর থেকে তিনি বিদ্যালয়ে আসা বন্ধ করে দিয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রধান শিক্ষক প্রায়শই শিশুদের যৌন নিপীড়ন করেন। গত ৬ আগস্ট এ খবর ছড়িয়ে পড়লে এলাকাবাসী বিদ্যালয় ঘেরাও করেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং প্রধান শিক্ষককে উদ্ধার করেন।
খবরে আরও জানা গেছে,তাসের আলীর বিরুদ্ধে একই ধরনের অভিযোগ আগেও উঠেছিল। তিনি যখন গয়ড়া, মাধবপুর ও বল্লভপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন, তখনও ছাত্রীদের নিপীড়নের অভিযোগে ২০২২ সালে তার বিরুদ্ধে মামলা হয় এবং তাকে কারাবরণও করতে হয়েছিল। স্থানীয় শিক্ষক ও জনপ্রতিনিধিরা তার বিরুদ্ধে একই রকম অভিযোগের পুনরাবৃত্তির কথা নিশ্চিত করেছেন।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোঃ তাসের আলী অভিযোগ অস্বীকার করে এটিকে তার বিরুদ্ধে ষড়যন্ত্র বলে দাবি করেছেন। তিনি ৬ আগস্টের পর থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছেন এবং তার ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি কল কেটে দেন।
উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান বিষয়টিতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, এখনও পর্যন্ত কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হয়নি বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে, অভিযোগ রয়েছে যে অভিযোগটি ধামাচাপা দিতে তাসের আলীর ভাইয়েরা চেষ্টা করছেন। স্থানীয় দ্রুততার সঙ্গে এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।