যশোরে দু’জনের বিরুদ্ধে র‌্যাবের পর্ন্যগ্রাফী আইনে মামলা

বিশেষ প্রতিনিধি
অবৈধভাবে পর্ন্যগ্রাফী ভাড়া,বিক্রয়,সংরক্ষন ও সরবরাহের অভিযোগে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের একটি চৌকসদল যশোর শহরের শংকরপুর বাস টার্মিনালের একটি দোকানে অভিযান চালিয়ে দু’জনকে গ্রেফতার করেছে। এসময় উক্ত দোকানে কম্পিউটারের ডিভাইসের মাধ্যমে পর্ন্যগ্রাফী ভাড়া বিক্রয়,সংরক্ষন ও সরবরাহের অভিযোগে মনিটর,সিপিইউ,ল্যাপটপসহ কম্পিউটার সংশ্লিষ্ট মালামাল জব্দ করেছেন। গ্রেফতারকৃতরা হচ্ছে,নড়াইল জেলার সদর উপজেলার বুড়িখালী ৯ নং ওয়ার্ডের বর্তমানে যশোর শহরের শংকরপুর বাস টার্মিনালের আবুল কালামের বাড়ির ভাড়াটিয়া তবিবুর রহমান সিকদারের ছেলে মাসুদুর রহমান ও সদর উপজেলার মোবারক কাঠি গ্রামের আবু বক্কার সিদ্দিকের ছেলে রাকিব।
র‌্যাব-৬ যশোর ক্যাম্পের পুলিশ পরিদর্শক সুমন বিশ^াস জানান, বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর সন্ধ্যা আনুমানিক ৬ টা ৫০ মিনিটে গোপন সূত্রে খবর পান যশোর শহরের শংকরপুর বাস টার্মিনাল এলাকার হুদা সাহেবের মার্কেটের ভিতর বিসমিল্লাহ টেলিকম দোকানে কিছু কম্পিউটার ব্যবসায়ী অবৈধভাবে ইন্টারনেট কম্পিউটার ব্যবহার করে বিভিন্ন শ্রেনীর পেশার লোকজনের নিকট টাকার বিনিময়ে পর্ন্যগ্রাফী সরবরাহ করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ওই দিবাগত সন্ধ্যা ৭ টা ১০ মিনিটে উক্ত দোকানে অভিযান চালিয়ে দোকানের মালিক মাসুদুর রহমান ও সহযোগী রাকিবকে গ্রেফতার করা হয়। পরে তাদের দেখানো মতে কম্পিউটারের ২টি মনিটর,হার্ডডিক্স,ল্যাপটপ চার্জার,সিপিইউসহ কম্পিউটার সংশ্লিষ্ট মালামাল জব্দ করা হয়। পরে তাদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় শুক্রবার দুপুরে পর্ন্যগ্রাফী আইনে মামলা করেন। কোতয়ালি মডেল থানা পুলিশ গ্রেফতারকৃতদের উক্ত মামলায় আদালতে সোপর্দ করেন।#