বিশেষ প্রতিনিধি
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা ২০ ব্যবধানে আলাদা অভিযান চালিয়ে ৮শ’ গ্রাম গাঁজা ও ১০ পিস ইয়াবা উদ্ধার করেছে। এসময় মাদক নিজ হেফাজতে রাখার অভিযোগে ৬জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে,যশোর সদর উপজেলার নতুন খয়েরতলা তেতুল তলার মোড়ের নুর ইসলাম মন্ডলের ছেলে সোহান হোসেন,সদর উপজেলার খামার বাগডাঙ্গা গ্রামের সাত্তার মোল্লার ছেলে রাসেল মোল্লা,ক্ষিতিবদিয়া সরদার পাড়ার মৃত এনামুল হোসেনের ছেলে রাসেল হোসেন,যশোর শহরের বেজপাড়া গুল্লার মোড় পচা মিয়ার বাড়ির ভাড়াটিয়া মিন্টু মিয়ার ছেলে আলী,সদর উপজেলার সুলতানপুর গুলশানপাড়ার মৃত মোকছেদ মোল্যার ছেলে মোশারফ হোসেন মুন্নু,সদর উপজেলার ফুলবাড়ী গ্রামের মশিয়ার রহমানের ছেলে রাসেল রানা।
পুলিশ সূত্রে জানাগেছে, সোমবার দিবাগত গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে ফুল বাড়ি পুলিশ ক্যাম্পের একটি চৌকসদল ফুলবাড়ী গ্রামস্থ জনৈক সরোয়ার এর বাড়ির উত্তর পাশে অভিযান চালিয়ে রাসেল রানাকে ১১০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। অপরদিকে, চাঁনপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা গোপন সূত্রে খবর পেয়ে রোববার রাতে সুলতান পুর গ্রামস্থ গুলশানপাড়া আবুল হোসেনের মেহেগুনি বাগান এর ভিতর অভিযান চালিয়ে সুলতানপুর গুলশানপুর গ্রাকেমর মোশারফ হোসেন মুন্নুকে ১৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলায় কার্যালয় সোমবার সদর উপজেলার নতুন খয়েরতলা তেঁতুলতলার মোড় এলাকাস্থ সোহান হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে ৩শ’ ২৫ গ্রাম গাঁজাসহ সোহান হোসেনকে গ্রেফতার করে। সদর পুলিশ ফাঁড়ির সদস্যরা রোববার বিকেলে শহরের বেজপাড়া বিহারী কলোনী মিনার মসজিদ রোডস্থ সিফাত স্টোরের সামনে থেকে আলীকে ১০পিস ইয়াবাসহ,সদর পুলিশ ফাঁড়ীর সদস্যরা রোববার বিকেলে শহরের ষষ্টিতলা রোডস্থ পিটিআই ট্রেনিং স্কুলের সামনে থেকে ১শ’ গ্রাম গাঁজাসহ রাসেল হোসেনকে,সাজিয়ালী পুলিশ ক্যাম্পের সদস্যরা রোববার সকালে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খামারবাগ ডাঙ্গা রাসেল মোল্লার ঘরে অভিযান চালিয়ে ১শ’ গ্রাম গাঁজাসহ রাসেল মোল্লাকে গ্রেফতার করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর জেলা কার্যালয় ক সার্কেলের সদস্যরা সোমবার দুপুরে নতুন খয়েরতলা তেঁতুলতলার সোহান হোসেনের ঘরে অভিযান চালিয়ে ৩শ’ ২৫ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মাদক আইনে আলাদা মামলা হয়েছে। গ্রেফতারকৃদের আদালতে সোপর্দ করা হয়েছে।