যশোর প্রতিনিধি: র্যাব-৬ যশোর ক্যাম্পের একটি মোবাইল কোর্ট যশোর বিআরপিএ অফিস ও পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযান চালিয়ে মোট ৭জনকে আটক করে। এরমধ্যে দুইজনকে ১০ হাজার করে ২০ হাজার টাকা এবং বাকি ৫জনের প্রত্যেককে ৭দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে। রোববার র্যাবের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
জরিমানায় দন্ডপ্রাপ্তরা হলো, সদর উপজেলার চাঁদড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে আব্দুর রহমান বাকি (২২) এবং শহরের নাজির শংকরপুর এলাকার কাজী শরিফুল ইসলামের ছেলে কাজী আওয়াবী (২৫)।
এছাড়া যাদের সাতদিনের বিনাশ্রম দন্ড দেয়া হয়েছে তারা হলো, সদর উপজেলার সাড়াপোল গ্রামের রনসজিৎ কুমার দাসের ছেলে অভিজিৎ কুমার দাস (৪০), দেয়াড়া গ্রামের আবুল খায়েরের ছেলে গোলাম মোক্তার (৩১), শহরের পূর্ববরান্দীপাড়ার মৃত ইব্রাহিমে ছেলে এসএম হাবিবুর রহমান (৬০), সদর উপজেলার উসমানপুর গ্রামের আনিসুর রহমানের ছেলে নজরুল ইসলাম (৪২) এবং বাসুদেব সরকারের ছেলে সুজন কুমার সরকার (৩০)।