যশোরে জানাজা আদায় করতে গিয়ে দু’টি মোটরসাইকেল চুরি হয়েছে

বিশেষ প্রতিনিধি
যশোরে আত্মীয়র জানাজা নামাজ আদায় করতে গিয়ে দুই যুবক তাদের ব্যবহৃত দু’টি মোটরসাইকেল খুইয়েছেন। এর মধ্যে একজন হলেন যশোর শহরের আরএন রোডস্থ নতুন বাজার এলাকার শেখ ইব্রাহিম এবং অপরজন সদর উপজেলার সুলতানপুর হাই স্কুলের পিছনের মাজহারুল ইসলাম ।
শহরের আরএনরোডস্থ নতুন বাজারের বাসিন্দা শেখ ইব্রাহিম কোতয়ালি থানায় দায়েরকরা মামলায় বলেছেন, সদর উপজেলার সুলতানপুর গ্রামে তাদের আত্মীয় শামসুর রহমান গত ৫ আগষ্ট মারা যান। ওই দিবাগত রাত সোয়া ৯ টায় তার নামাজে জানাজা আদায় করার জন্য তিনি সুলতারপুরে শামসুর রহমানের বাড়ির মধ্যে তার ব্যবহৃত টিভিএস মোটরসাইকেলটি (যশোর-ল-১৩-০৫৬৯) লক করে রেখে নামাজ আদায় করেন। পরে নামাজ শেষে মোটরসাইকেল আনতে গিয়ে দেখেন মোটর সাইকেলটি নেই। ওই সময় তিনি জানতে পারেন মাজহারুল ইসলামের বাজাজ ডিসকোভার মোটরসাইকেলটি (যশোর-হ-১৮-৬৪৪২) নেই। দু’টি মাটরসাইকেল সংঘবদ্ধ চোরেরা জানাজা নামাজ পড়ার সুযোগে তালা ভেঙ্গে চুরি করে সটকে পড়ে। এ ব্যাপারে বিভিন্ন স্থানে খোঁজ খবর নিয়ে না পেয়ে মঙ্গলবার ৩১ আগষ্ট রাতে কোতয়ালি মডেল থানায় মামলা দিলে থানা পুলিশ রোধ করা হয়।#