যশোরে বৃদ্ধকে মারপিট পাঁচ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
যশোর সদরের বুসন্দিয়া ইউনিয়নের জঙ্গলবাঁধাল গ্রামে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কর্তৃক আসামি আটক ও ধরিয়ে দেয়ার সন্দেহের জের  ধরে আলী আহমেদ মোল্লা (৬৫) নামে এক বৃদ্ধকে মারপিট পূর্বক জখম করা হয়েছে। এই ঘটনায় কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। আসামিরা হচ্ছে, সদর উপজেলার জঙ্গলবাঁধাল গ্রামের মোবারক মোল্লা (৪৭), তার ছেলে সোহেল মোল্লা (২৭), স্ত্রী রাশিদা বেগম (৪৫), মোশারফ মোল্লার স্ত্রী নুপুর বেগম (৪০) এবং ছেলে রানা (২২)।
আলী আহমেদ মোল্লার ছেলে নওশের আলী মোল্লা (৪২) মামলায় উল্লেখ করেন, আসামি মোবারক মোল্লার শ্যালক লিটন ব্যাপারী গত ২৪ আগস্ট ইয়াবা ট্যাবলেটসহ পুলিশের হাতে আটক হয়। আটকের পর আসামিদের ধারনা লিটন ব্যাপারীকে তিনি ও তার পিতা ধরিয়ে দিয়েছেন। এই সন্দেহের বসে তাদেরকে নানা হুমকি দিয়ে আসছিল। বাদির পিতা ২৬ আগস্ট তার পিতা আলী আহমেদ মোল্লা বাড়ি থেকে জঙ্গলবাঁধাল স্কুলের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আসামিরা তার পিতাকে আক্রমন করে। তাকে মারপিটে জখম করে। সংবাদ পেয়ে তিনি ও তার স্ত্রী তহমিনা খাতুন (৪০), মা সখিনা বেগম (৫৫), ফুফু কাকলী বেগম (৪০), নাজমা বেগম (৪৩), ফুফাতো ভাই রাসেল এগিয়ে ঠেকাতে গেলে আসামিরা তাদেরকেও মারপিট পূর্বক জখম করে। নারীদের কাপড় টাকা হেচড়া করে শ্লীলতাহানী ঘটনায়। পরে আশেপাশের আরো লোকজন জড়ো হলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে তার পিতা আলী আহমেদ মোল্লাকে যশোর  ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।