যশোর প্রতিনিধি
যশোরে পৃৃৃৃৃথক অভিযানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তিন হাজার আট শত ৫০ পিস ইয়াবা, এক কেজি ৫শত গ্রাম গাঁজা, এক শত ৬ ববোতল রেকটিফাইট স্পিরিটসহ ৫ জন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে৷ রোববার বিকালে ও রাতে কোতয়ালী মডেল থানা ও শার্শা থানা এলাকা থেকে মাদক সহ মাদক কারবারি দের গ্রেফতার করা হয়৷ পৃৃৃৃৃথক ঘটনায় কোতয়ালী থানায় ও শার্শা থানায় মাদক আইনে পৃৃৃৃথক মামলা হয়েছে৷
গ্রেফতার আসামীরা হলো খুলনা জেলার দৌলতপুর থানা এলাকার দেয়ানা গ্রামের মৃৃৃৃৃৃত আজিজুর রহমানের স্ত্রী মুমিনা খাতুন উরফে কাজল(৪২)কে তিন হাজার আট শত ৪৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়৷
চৌগাছা উপজেলার চৌগাছা বেলেমাটিয়া গ্রামের মৃৃৃত আতিয়ার রহমানের ছেলে কাউসার সরদারের(৪৫) কে এক শত ৬ বোতল রেকটিফাইট স্পিরিট (৯৯% এ্যালকোহল) উদ্ধারসহ গ্রেফতার করা হয়৷
শার্শা উপজেলার স্বরুপদহ গ্রামের মৃৃৃৃৃৃত আজিবর মন্ডলের ছেলে ইসরাফিল মোন্ডল(৬৬) দের দেড় কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার করা হয়৷ যশোর শহরের লালদিঘী পূর্বপাড়া এলাকার মৃৃৃৃৃত আজিজুর রহমানে বাবুর ছেলে আরাফাত মিমি (২৬) কে ৫ পিচ ইয়াবা সহ গ্রেফতার করা হয়৷ যশোর পুলিশ মিডিয়া সেল সুত্রে জানানো হয়েছে, রোববার বিকালে সদর উপজেলার
আকিজ পেট্রোল পাম্পের পাশে মন্ডলগাতী গ্রামের পিন্টু মিয়ার বাড়ীর সামনে রাস্তার উপর থেকে মমিনা খাতুন @ কাজল (৪২) কে তিন হাজার আট শত ৪৫ পিচ ইয়াবা সহ আটক করা হয়৷ এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে৷
রবিবার বিকালে সদর উপজেলার উপশহর এলাকার কে. আর ডলফিন ইজিবাইক শোরুমের সামনে পাঁকা রাস্তার উপর থেকে কাউসার সরদার(৪৫)কে এক শত ৬ বোতল রেকটিফাইট স্পিরিট (৯৯% এ্যালকোহল) উদ্ধারসহ গ্রেফতার করা হয়। এঘটনায় কোতয়ালী মডেল থানায় মাদক আইনে মামলা হয়েছে৷
রবিবার রাতে শার্শা উপজেলার স্বরুপদাহ গ্রামের
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠপাড়া রাস্তার উপর থেকে ইসরাফিল মন্ডল (৬৬) কে দেড় কেজি গাঁজা সহ গ্রেফতার করা হয়৷ এঘটনায় শার্শা থানায় মাদক আইনে মামমা হয়েছে৷