সংস্কার কমিশন প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা সিইসি

সিলেট প্রতিনিধি: প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, সংস্কার কমিশনের প্রতিবেদন দেয়ার পর রাজনৈতিক দলগুলোর নিবন্ধন নিয়ে নতুন পরিকল্পনা করা হবে।

সকালে সিলেট সার্কিট হাউসে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আঞ্চলিক নির্বাচন অফিসে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন।

এসময় আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয়া প্রসঙ্গে তিনি বলেন, সময় আসলে দেখা যাবে কোন কোন দলের নিবন্ধন থাকে। আগামী জাতীয় নির্বাচন ইভিএম এর মাধ্যমে হবে না বলে উল্লেখ করে তিনি বলেন প্রবাসীরা নির্বাচনে অংশ নিতে পারবেন। সে লক্ষ্যে তাদের ভোটার করার প্রক্রিয়া চলছে। এছাড়া, এক দিনে সব নির্বাচন করা কোন ভাবেই সম্ভব না বলে জানিয়েছেন সিইসি।