শাহারুল ইসলাম ফারদিন, যশোর: যশোর থেকে চট্টগ্রাম ও কক্সবাজার এবং সৈয়দপুর থেকে চট্টগ্রামে ফ্লাইট চালু করতে যাচ্ছে বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স। বিমান সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ সেপ্টেম্বর যশোর ও সৈয়দপুর থেকে চট্টগ্রাম এবং ১ অক্টোবর যশোর থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সপ্তাহের রবি, মঙ্গল ও বৃহস্পতিবার যশোর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে চট্টগ্রামের উদ্দেশে এবং বিকাল ৫টা ১০ মিনিটে চট্টগ্রাম থেকে যশোরের পথে ফ্লাইট পরিচালনা করা হবে। সৈয়দপুর থেকেও রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০টা ৪৫ মিনিটে চট্টগ্রাম অভিমুখে এবং একই দিন দুপুর ১২টা ৩৫ মিনিটে চট্টগ্রাম থেকে সৈয়দপুরে বিমান চলাচল করবে। এছাড়া যশোর থেকে কক্সবাজারে শনি, সোম, বুধ ও শুক্রবার দুপুর ১টা ৪৫ মিনিটে ফ্লাইট ছেড়ে যাবে, আর কক্সবাজার থেকে একই দিন বিকাল ৩টা ২৫ মিনিটে যশোরে পথে ফ্লাইট ছেড়ে যাবে। যশোর-চট্টগ্রাম ওয়ানওয়ের সর্বনিম্ন টিকিট ৬ হাজার টাকা ও রিটার্ন টিকিট ১২ হাজার টাকা; যশোর-কক্সবাজার ওয়ানওয়ে টিকিট সাড়ে ৬ হাজার ও রিটার্ন টিকিট ১৩ হাজার টাকা এবং সৈয়দপুর-চট্টগ্রাম ওয়ানওয়ে টিকিট ৬ হাজার ২০০ টাকা ও রিটার্ন টিকিট ১২ হাজার ৪০০ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। সৈয়দপুর থেকে কক্সবাজার এবং সিলেট থেকে চট্টগ্রাম ও কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে বলেও ইউএস-বাংলা এয়ারলাইন্সের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।