ঢাকা অফিস: আজ শনিবার সকাল থেকে রাজধানীর শাহবাগ মোড়ে চাকরি জাতীয়করণের দাবিতে অবরোধ করেছেন সরকারি প্রতিষ্ঠানের আউটসোর্সিং কর্মচারিরা। ব্যস্ত এই মোড়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১০টার দিকে কয়েকশ কর্মচারী শাহবাগে জড়ো হয়ে আশেপাশের এলাকায় যান চলাচল বন্ধ করে দেন। এ সময় অনেক যাত্রীকে বাস থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যেতে দেখা যায়।
আন্দোলনকারী জানান, আউট সোর্সিংয়ের মাধ্যমে কাজ করতে গিয়ে তারা বৈষম্যের শিকার হচ্ছেন। এর কারণে যে কোনো সময় তাদের চাকরি চলে যেতে পারে। কাজ না করলে তারা বেতনও পান না। চাকরি স্থায়ী করণের বিষয়ে কোনো নির্দেশনা না আসলে এই আন্দোলন চালিয়ে যাওয়া হবেও বলে জানান তারা। এদিকে বিশৃঙ্খলা যাতে না হয় সে জন্য শাহবাগ মোড়ে পুলিশ সদস্যদের মোতায়েন করা হয়েছে।