ঢাকা অফিস: বুধবার গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপ কালে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ৫৪ জন পুলিশ সদস্য নিহত হয়েছে। এছাড়া থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ ছাড়াও পুলিশের প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে।
আইজিপি বলেন, মৃত্যুর ঘটনাগুলো তদন্ত করে মামলা হবে। থানায় ভাঙচুর হয়েছে, প্রায় ৩০০ অপারেশনাল গাড়ি পুড়িয়ে দেয়া হয়েছে। এগুলো মেরামতে সময় লাগবে।
পুলিশের কাজ দৃশ্যমান হবে উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে সংস্কারের সুযোগ আমরা পেয়েছি। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের অবদান আছে। পুলিশ সঠিকভাবে কাজ করছে। ব্যাপক বদলি হচ্ছে, পুলিশের কাজ দৃশ্যমান হবে।
অবৈধ অস্ত্র উদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, অভিযান শুরু হয়েছে, অনেক অস্ত্র পাচ্ছি।
শ্রমিক বিক্ষোভ নিয়ে এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, শিল্প এলাকায় সব পক্ষের সঙ্গে সংলাপ করছি। কালও (বৃহস্পতিবার) মিটিং হবে। পাশাপাশি অন্যায় কর্মে যারা আছে তাদের ছাড় দেবো না। দুর্নীতিবাজদের বিরুদ্ধে অ্যাকশন চলবে এবং মামলার আসামিদের আইনের আওতায় আনা হবে।