যশোরে অ্যাম্বুলেন্সের ধাক্কায় যুবক নিহত

যশোর প্রতিনিধি: যশোরে অ্যাম্বুলেন্স ধাক্কা সাগর হোসেন জিম(১৮) নামে এক যুবক নিহত হয়েছে। সোমবার দিনগত রাত সাড়ে দশটার দিকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের  সার্জারি ওয়ার্ডের চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিম বাঘারপাড়া উপজেলার খাজুরা বাজারে এলাকার কবির হোসেনের ছেলে ও শহরের বড় বাজার এলাকায় শাওনের কসমেটিকসের দোকানের কর্মচারী। কর্মের সুবাদে জিম সদর উপজেলার কাশেমপুর ইউনিয়নের শুরুইডাঙ্গা গ্রামে নানি বাড়ি থাকতেন।

জিমের ভাই জীবন হোসেন জানিয়েছেন, সোমবার রাতে শহরের দোকানের কাজ শেষ করে বাড়িতে ফিরছিল। পথিমধ্যে প্রাণী অধিদপ্তর অফিসের অদূরে  সিনজেনটা  গ্যাস ফিল্ডের সামনে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে ইজিবাইক থেকে নাবেন। পরে যশোর মাগুরা মহাসড়কের রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির  অ্যাম্বুলেন্স তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে সার্জারি ডাক্তার ইমন হোসেন জিমকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত মঙ্গলবার দুপুরে জেনারেল হাসপাতালের মর্গের সম্পূর্ণ হয়েছে।

সার্জারি বিভাগের ডাক্তার ইমন হোসেন জানান, দুর্ঘটনায় আহত হওয়ার পর রোগী শকে চলে যায়। অতিরিক্ত রক্তক্ষরণে জিমের মৃত্যু হয়।