ঢাকা অফিস: আজ বৃহস্পতিবার পুলিশ হেডকোয়াটার্স থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সারাদেশের সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।
এতে বলা হয়, দেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৬৩৯টি থানার অর্থাৎ সকল থানার অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ১১০টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫২৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
এছাড়া, রেলওয়ে পুলিশের ২৪টি থানার অপারেশনাল কার্যক্রমও শুরু হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
প্রসঙ্গত, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছাড়ার পর থেকেই দেশজুড়ে থানাসহ পুলিশের স্থাপনাগুলোতে একের পর এক হামলা শুরু হয়। সে সময় হামলা–অগ্নিসংযোগে মুখ থুবড়ে পড়েছিল দেশের পুলিশি কার্যক্রম। পুলিশ সদর দপ্তরসহ দেশের অধিকাংশ স্থানে পুলিশের অবকাঠামো ক্ষতিগ্রস্ত, থানা লুট ও বাহিনীর সদস্যদের হতাহতের ঘটনায় নিরাপত্তার অভাবে থানাগুলো অচল হয়ে পড়ে।