যশোর প্রতিনিধি: বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ, দোয়া-মোনাজাতসহ নানা কর্মসূচিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ে (যবিপ্রবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
আজ রোববার সূর্যোদয়ক্ষণে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় পতাকা ও বিশ^বিদ্যালয় পতাকা অর্ধনমিতকরণ এবং কালো পতাকা উত্তোলনের মাধ্যমে জাতীয় শোক দিবসের আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। বিশ^জুড়ে অতিমারী করোনার কারণে অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে যবিপ্রবিতে এবারের জাতীয় শোক দিবসের কর্মসূচি পালন করা হয়।
সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের সাথে নিয়ে বিশ^বিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল মজিদ যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেনের পক্ষ থেকে যশোর শহরস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একে একে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, যবিপ্রবি ছাত্রলীগ, সাংবাদিক সমিতিসহ অন্যান্য পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, হলসমূহ জাতির পিতার ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরালে যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পন করেন।
বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টে নিহত সকল শহিদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া-মোনাজাতের আয়োজন করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন বিশ্বাবদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মাওলানা মো. আকরামুল ইসলাম। এ ছাড়া ১৫ আগস্টে নিহত সকল শহিদের আত্মার শান্তি কামনায় যবিপ্রবির সনাতন পরিবার বিশ^বিদ্যালয়ের নির্মাণাধীন ছাত্র-শিক্ষক মিলনায়তনে (টিএসসি) বিশেষ প্রার্থনার আয়োজন করে। বিশেষ এ প্রার্থনা পরিচালনা করেন যবিপ্রবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন। এ সময় যবিপ্রবির শিক্ষক অধ্যাপক ড. মৃত্যুঞ্জয় বিশ^াস, ড. কিশোর মজুমদার, ড. শিমুল সাহা, কিশোর কুমার সরকার, সমীরণ মন্ডল, সেকশন অফিসার রামানন্দ পালসহ বিশ^বিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
দিনব্যাপী কর্মসূচিতে যবিপ্রবির রিজেন্ট বোর্ডের সদস্য অধ্যাপক ড. মো. আনিছুর রহমান, অধ্যাপক ড. বিপ্লব কুমার বিশ^াস, অধ্যাপক ড. মো. ইকবাল কবীর জাহিদ, ডিন অধ্যাপক ড. সৈয়দ মো. গালিব, অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন, অধ্যাপক ড. সাইবুর রহমান মোল্যা, ড. মো. আব্দুল্লাহ আল মামুন, ড. মো. মেহেদী হাসান, রেজিস্ট্রার প্রকৌশলী মো. আহসান হাবীব, প্রক্টর ড. সেলিনা আক্তার, প্রভোস্ট অধ্যাপক ড. মো. নাজমুল হাসান, অধ্যাপক ড. মো. জাফিরুল ইসলাম, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. তোফায়েল আহমেদ, কর্মকর্তা সমিতির সভাপতি ড. মো. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক এ টি এম কামরুল হাসান, কর্মচারী সমিতির সভাপতি মো. শওকত ইসলাম সবুজ, সাধারণ সম্পাদক মো. বদিউজ্জামান বাদলসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, দপ্তর প্রধানগণ, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া যবিপ্রবি ছাত্রলীগের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক আফিকুর রহমান অয়ন, শহীদ মসিয়ূর রহমান হলের সভাপতি বিপ্লব কুমার দে শান্ত, যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল রানা, বিশ^বিদ্যালয় শাখার সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আল মামুন শিমন, আশিক খন্দকার, কামরুল হাসান শিহাব, যবিপ্রবি সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক মোসাব্বির হোসাইন প্রমুখ উপস্থিত ছিলেন। অপরদিকে,জাতীয় শোক দিবস ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিলের আয়োজন করে পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র। রোববার দুপুরে শহরের ধর্মতলা এলাকায় সংস্থার জোনাল কার্যালয়ে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের অণুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর সমাজ সেবা অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল ইসলাম। পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীরের সভাপতিত্ব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক রবিউল ইসলাম,বেসরকারি উন্নয়ন সংস্থা এসএসএস’র জোনাল ম্যানেজার অলোক কুমার সাহা, পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম, যশোর এরিয়ার এরিয়া ম্যানেজার আনোয়ারুল ইসলাম, যশোর সদর ব্র্যা ম্যানেজার মনিরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা শেষে ধর্মতলা এলাকার বায়তুস সালাম জামে মসজিদের ইমাম মুপতি মাহদী হাসান দোয়া মাহফিল পরিচালনা করেন। এর আগে সকালে দিনের শুরুতে শোক র্যালি করে শহরের বকুলতলাস্থ বঙ্গবন্ধুর ম্যুরালে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সংস্থার জোনাল ম্যানেজার গাজী এনামুল কবীরসহ কর্মকর্তা-কর্মচারীরা। এছাড়া,১৫ আগষ্ট জাতীয় শোক দিবসে জাতীর জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমান সহ স্বপরিবারের হত্যা করা হয়। সকল শহীদ দের মাগফেরাত কামনা করে জাতীয় শোক দিবসে বাংলাদেশ আওয়ামী তরুণলীগ যশোর জেলা শাখার উদ্দোগে রোববার সকালে যশোর শহরের বকুল তলায় বঙ্গবন্ধু মুরালে শ্রাদ্ধা নিবেদন, দুপুরে শহরের বিমান বন্দর সড়কে আলোচনা ও দুস্থদের মাঝে গনভোজ রিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদের আওয়ামী তরুণলীগ যশোর জেলা শাখার সভাপতি আসাদুল হক আসাদ,সাধারণ সম্পাদক আব্দার রহমান, জেলা তরুণলীগের প্রধান উপদেষ্টা যশোর শহর কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তফা বাবু,উপদেষ্টা গোলাম মস্তফা কাজল,জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রাজিব,সোহেল,সদস্য সুজন,সালাম,গাজী রিকু,আইনুল হক রহিদ,শহর তরুণলীগের সাধারণ সম্পাদক আরাফাত সিদ্দিকী সামি,শহরের সদস্য মামুন,নুর আলম সহ সংগঠনের বিভিন্ন ইউনিয়ান ও ওয়ার্ডের নেতা কর্মীরা