যশোরে কলেজছাত্রীকে অপহরণের চেষ্টা’ আটক-২ 

যশোর প্রতিনিধি : যশোরে কলেজছাত্রীকে বোন পরিচয়ে এবং পরে প্রেম প্রস্তাব এবং অপহরণের অভিযোগে এক ইজিবাইক চালকসহ দুইজনকে আটকের পর পুলিশে দিয়েছে স্থানীয় জনগণ। গত ২৩ জুলাই সদর উপজেলার বাহাদুরপুর থেকে আটকের পর তাদেরও বিরুদ্ধে থানায় মামলা করেছেন ভুক্তভোগী কলেজছাত্রী।   আটককৃতরা হলো, যশোর শহরের বারান্দীপাড়া কবরস্থান মোড়ের হাবিবুর রহমানের ছেলে সাকিবুর রহমান (২৪) ও বাঘারপাড়া উপজেলার সৈয়দ মাহমুদপুর গ্রামের মৃত ছাত্তার মোল্যার ছেলে রাব্বি মোল্যা (১৯)।   বাদী যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চানপুর গ্রামের বাসিন্দা। তিনি যশোর সরকারী মহিলা কলেজে লেখাপড়া করেন। অপরদিকে আটক দুই আসামি ইজিবাইক চালক। তিনি বাড়ি থেকে প্রতিদিন কোচিং করার জন্য যশোর শহরে আসেন। ১৭ জুলাই সন্ধ্যা ৬টার দিকে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের সামনে কোচিং শেষে ধর্মতলা মোড় থেকে সাকিকুব রহমানের ইজিবাইকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা করেন। পথিমধ্যে ইজিবাইক চালক সাকিবুর ওই মেয়েটিকে বোন সম্বোধন করেন। এসময় মেয়েটির মোবাইল ফোন নম্বরটিও নেন সাকিবুর। এরপর থেকে সাকিবুর প্রতিনিয়ত ওই মেয়েটির নম্বরে রিং করে কথা বলে এবং প্রেমের প্রস্তাব দেয়। রাজি না হলে বিভিন্ন ধরণের ক্ষতিসাধনের হুমকি দেয় সাকিবুর। গত ২৩ জুলাই সন্ধ্যা ৬টার দিকে কোচিং শেষে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে শহরের আব্দুর রাজ্জাক কলেজের সামনে অবস্থান করছিলেন মেয়েটি। এসময় সাকিবুর ও রাব্বি মোল্যা সেখানে গিয়ে মেয়েটিকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা বলে রওনা করে। কিন্তু অন্য রাস্তা দিয়ে তারা ইজিবাইক চালিয়ে যশোর-মাগুরা সহাসড়কের বাহাদুরপুর হয়ে যাচ্ছিল। বিষয়টি দেখে মেয়েটির সন্দেহ হলে তারা কোথায় নিয়ে যাচ্ছে জানতে চাইলে কোন জবাব না দিয়ে দ্রুত গতিতে চালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাহাদুরপুর গেলে রাস্তায় থাকা স্পিডব্রকারে ইজিবাইকের গতি কম হলে মেয়েটি লাফিয়ে পড়ে যান। এসময় সেখানে থাকা স্থানীয় লোকজন ইজিবাইক থেকে লাফিয়ে পড়ার বিষয়টি জানতে চায়। মেয়েটিকে অপহরণ করে নিয়ে যাওয়া হচ্ছে জানানোর পরে ওই দুইজনকে আটকের পর থানা পুলিশকে অবহিত করে স্থানীয়রা। এরপরে থানা পুলিশ তাদের দুইজনকে আটকের পর থানায় মামলা দিয়ে ২৪ জুলাই আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।