অভয়নগরে ভ্রাম্যমাণ আদালতে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ,৫১ হাজার জরিমানা

অভয়নগর প্রতিনিধি- যশোরের অভয়নগর উপজেলার যশোরে-খুলনা মহা সড়কের  ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ, একটি মোটরসাইকেলে ১ হাজার টাকা এবং একটি মিষ্টির দোকানে ৫০ হাজার টাকা জরিমনা করেছে ভ্রমাম্যমাণ আদলত। বৃহস্পতিবার সকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: শামীম হোসাইন অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পূর্বে নোটিশ প্রাপ্ত অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়া না নেওয়ার দায়ে বৃহস্পতিবার সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: শামীম হোসাইনের নের্তত্বে নওয়াপাড়া নূরবাগ থেকে ইনস্টিটিউট গেট পর্যন্ত যশোর- খুলনা মহাসড়কের উপর থেকে ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। উচ্ছেদকৃত স্থাপনার মধ্যে রয়েছে, ফলের দোকান, কাপড়ের দোকান, জুতার দোকান, মোবাইল সাভির্সিং, সিটি গোল্ডের দোকান সহ কয়েকটি অস্থায়ী দোকান।  ব্যবসায়িরা দীর্ঘ দিন যাবৎ অবৈধ ভাবে দোকান তুলে মহাসড়কে যানজট সৃষ্টি করে আসছিলো। ভ্রম্যমাণ আদালত পরিচালনাকারি ম্যাজিস্ট্রেট জানান, অবৈধ দখলদারদের তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য বার বার নোটিশ দেওয়া হচ্ছে কিন্তু তারা এ ব্যপারে কোন সাড়া দেয়নি। সড়কে যানজট মুক্ত করার জন্য ওই সব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ ছাড়া নওয়াপাড়া বাজারে অবস্থিত সাতক্ষিরা ঘোষ ডেয়ারিতে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি তৈরি করার দায়ে তাকে ভোক্তা অধিকার আইনে তাকে ৫০ হাজার টাকা জরিমান করা হয়। এবং বিনা হেলমেটে মোটরসাইকেল চালানোর দায়ে উপজেলার দূর্গাপুর গ্রামের আব্দুল হামিদ শেখের ছেলে আব্দুনস ছালামকে ১ (এক) হাজার টাকা জরিমানা করা হয়। ম্যাজিস্ট্রেট শামীম হোসাইন বলেন, অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য আমাদের  অভিযান অব্যাহত থাকবে। আদালত পরিচালনার সময় উপস্থিত ছিলেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি মোঃ লিয়াকত আলী।