যশোরে মারপিট করে টাকা ছিনতায়ের ঘটনায় ৪ জনের নামে মামলা

যশোর প্রতিনিধি
যশোর সদরের ইছালী ইউনিয়নের জলকর গ্রামে আব্দুল্লাহ নামে এক যুবককে মারপিট করার ঘটনায় প্রায় তিন সপ্তা পরে কোতয়ালি মডেল থানায় মামলা হয়েছে। আব্দুল্লাহ ওই গ্রামে ইসাহাক লষ্করের ছেলে।আসামিরা হলো, একই গ্রামের মোশারফ লষ্করের দুই ছেলে লিটন মিস্ত্রি (৪০) ও বিল্লাল হোসেন (৪৩), মৃত নূর ইসলামের ছেলে রমজান (২৬) এবং বিল্লাল হোসেনের ছেলে রিদুয়ান (২৪)।
আব্দুল্লাহ’র ভাই মহাসিন লষ্কর মামলায় উল্লেখ করেন, গত ২৩ জুলাই বেলা সাড়ে ১১টায় উল্লেখিত আসামিরা অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে আব্দুল্লার বাড়িতে ঢোকে এবং অকথ্য ভাবে গালিগালাজ শুরু করে। আব্দুল্লাহ তাদেরকে গালিগালাজ করতে নিষেধ করায় আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। একটি ধারালো দা দিয়ে কোপ মারলে আব্দুল্লাহর কপাল কেটে জখম প্রাপ্ত হয়। তার ঘরের শোকেজের গ্লাস লাঠি দিয়ে পিটিয়ে ভাংচুর করে। এ সময় ঘরে রাখা কোরবানির ঈদে ছাগল বিক্রির সাড়ে ২৬ হাজার টাকা নিয়ে যায়। তার চিৎকারে আব্দুল্লাহর স্ত্রী এগিয়ে আসলে তাকেও মারপিট করে। আব্দুল্লাহ স্ত্রীর পড়নের কাপড় টেনে শ্লীলতহানী ঘটনায়। এ সময় আশেপাশের লোকজন এ গিয়ে আসলে আসামিরা ফের হত্যার হুমকি দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় আব্দুল্লাহকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় থানায় অভিযোগ দেয়ার পর পুলিশ প্রাথমিক তদন্তে ঘটনাটি প্রমানিত পাওয়ার পর মামলা হিসাবে রেকর্ড করে।