যশোর প্রতিনিধি
যশোর জেলা গোয়েন্দা সংস্থা( ডিবি) পুলিশ মটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও চারটি মটরসাইকেল এবং চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বুধবার সন্ধায় শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকা থেকে চারটি মটর সাইকেল উদ্ধারসহ চোরচক্রেস তিন সদস্যকে গ্রেফতার করা হয়৷ পুলিশ মিডিয়া সেলে থেকে এক প্রেস বিঙ্গপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে৷
আটক আসামীরা হলো শার্শা উপজেলার কাজীর বেড় গ্রামের নজরুল ইসলামের ছেলে আল-আমিন (২৭),আমির হোসেনের ছেলে, তোহিদুল ইসলাম (২৮), ঝিকরগাছা উপজেলার করিম আলী গ্রামের আঃ সাত্তারের ছেলে নাজিম উদ্দিন (৩৩)কে আটক করা হয়৷ প্রেস বিঙ্গপ্তিতে জানানো হয় বুধবার সন্ধা ছয়টার দিকে,শার্শা উপজেলার নাভারণ সাতক্ষীরা মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মটরসাইকেলের চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের মাষ্টার খ্যাত আলামিন ও তার সহযোগী নাজিম উদ্দিনকে ৩টি মটরসাইকেল ও চেসিস/ইঞ্জিন নম্বর পরিবর্তনের পাঞ্চিং সরঞ্জামসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের স্বীকারোক্তি ও তথ্য মতে রাত আড়াই টার দিকে বেনাপোল পোর্ট থানা এলাকার বেনাপোল ফিলিং ষ্টেশনের সামনে পাঁকা রাস্তার উপর থেকে চোর সিন্ডিকেটের আরেক সদস্য তোহিদুল ইসলামকে ১টি চোরাই সন্ধিগ্ধ মটরসাইকেলসহ হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতার আসামীদের বিরুদ্ধে একাধিক মটরসাইকেল চুরি মামলা তদন্তাধীন/বিচারাধীন আছে। এই ঘটনায় উপ-পরিদর্শক( এসআই) শামীম হোসেন বাদী হয়ে শার্শা থানায় মামলা হয়েছে৷