বিশেষ প্রতিনিধি: সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত বলে ঝিনাইদহ ও যশোর এলাকার কয়েক নেতার ইন্ধন রয়েছে এমন তথ্য পাচেছ গোয়েন্দা সংস্থা। ইতিমধ্যে জিজ্ঞাসাবাবদের জন্য ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আটক করা হয়েছে। এছাড়া আজ ১১ জুন বিকেলে ঢাকা থেকে ঝিনইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে নেয়া হয়েছে ডিবি কার্যালয়ে । তাকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে তথ্য মিলেছে। আরো কয়েকজন ডাকসাইটে নেতা আটক হতে পারেন বলেও আভাস মিলেছে। সব মিলিয়ে আটক আতংক বিরাজ করছে এ অঞ্চলের আ’লীগ বলয়ে। আবার অনেকে গা ঢাকা দিতেও শুরু করেছেন।
এমপি আনোয়ারুল আজিম আনারের বিভৎস ও লোমহর্ষক খুনে প্রধান অভিযুক্ত চরমপন্থি সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির অন্যতম শীর্ষ নেতা শিমুল ভূঁইয়া ওরফে আমানুল্লাহ আটক ও আজিম খুনের স্বীকারোক্তিমূলক তথ্য প্রদান, হত্যাকান্ডে বর্ণনা দেয়ার ঘটনায় দেশব্যাপি অভিযান জোরদার করে গোয়েন্দা পুলিশ। হত্যাকান্ডের পরিকল্পনাকারী আক্তারুজ্জামান ওরফে শাহিনের নাম আসার পাশাপাশি ঝিনাইদহ আ’লীগের কয়েক প্রভাবশালী নেতার নাম আসছে আটককৃতদের কাছ থেকে।
তথ্য মিলেছে, আটক অভিযানের ধারবাহিকতায় মঙ্গলবার ১১ জুন বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতা মিন্টুকে নিয়ে যাওয়া হয়। পুলিশের দায়িত্বশীল একটি সূত্র নিশ্চিত করেছে মিন্টুকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। তবে এই বিষয়ে ডিবি কর্মকর্তারা কেউ মুখ খোলেননি এখন পর্যন্ত।
এব্যাপারে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপু জানিয়েছেন, মিন্টুকে আটক করার বিষয়টি তিনি শুনেছেন। আজ সকাল পর্যন্ত সাইদুল করিম মিন্টুর ব্যক্তিগত মোবাইল নাম্বারটি সক্রিয় থাকলেও বিকেলের দিকে তার ফোন বন্ধ পাওয়া যায়।
তথ্য মিলেছে, এমপি আনার হত্যাকাণ্ডের ঘটনায় আটক চরমপন্থি নেতা শিমুল ভূঁইয়ার জবানবন্দিতে ঝিনাইদহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের কয়েকজন নেতার নাম সামনে এসেছে। এর আগে গত শনিবার হত্যাকাণ্ডের ঘটনায় সম্পৃক্ত থাকার কারণে ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ ওরফে বাবুকে আটক করেছে ডিবি। তার আগে তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে ডিবি। ঘটনায় সম্পৃক্ততা পাওয়ার পরে তাকে মামলায় আটক দেখিয়ে আদালতে ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তাকে জিজ্ঞাসাবাদ করে নতুন তথ্য মিলছে। আবার এমন কিছু তথ্য পাচ্ছে ডিবি যেটি এই হত্যাকান্ড মোড় নিচ্ছে। ঝিনাইদহ ও যশোর অঞ্চলের আওয়ামী লীগের আরো কয়েক ডাকসাইটে নেতার নাম নাকি আসছে তদন্তে। এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকান্ডের মিশন বাস্তবায়নকারী শিমুল ভূঁইয়া রিমান্ডে তদন্ত কর্মকর্তাদের কাছে যেসব নতুন নতুন তথ্য দিচ্ছেন, তাতে এ ঘটনায় আরও জড়িয়ে যাচেছন ঝিনাইদহ আওয়ামী লীগের কয়েকজন নেতা। যে কারণে রীতিমত আটক আতংক বিরাজ করছে ঝিনাইদহের নেতাদের মধ্যে। এ কারণে অনেকে এখন গা ঢাকা দিতে শুরু করেছেন।